Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাWTC Final 2023 | ওভাল যুদ্ধের পঞ্চম দিন, শেষ দিনে বাজিমাত করতে...

WTC Final 2023 | ওভাল যুদ্ধের পঞ্চম দিন, শেষ দিনে বাজিমাত করতে পারবেন কি বিরাট-রাহানে?

Follow Us :

লন্ডন: ভারতীয় দলের কাছে লক্ষ্য একটাই, ৯৭ ওভারে ২৮০ রানের গন্ডি পার করা। বিরাট কোহলি (Virat Kohli) এবং অজিঙ্ক্য রাহানের (Ajinkya Rahane) পার্টনারশিপের উপর সবটা দাঁড়িয়ে রয়েছে। ওভালের মাটি কামড়ে দাঁড়িয়ে থাকতে হবে এই জুটিকে। না হলেই সব শেষ হয়তো। শুভমন গিলের (Shubman Gill) আউট নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে নানা বিতর্ক। তবে চলে যাওয়া উইকেট আর ফেরানো সম্ভব নয়। এই মূর্হূর্তে দাঁড়িয়ে একমাত্র ম্যাচ জিতে ফেরাই যোগ্য জবাব দেওয়া হবে বলে মনে করেছে রোহিত শর্মার দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিন ভাগ্য নির্ধারণ করবে ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার ৪৪৪ রানের লক্ষ্যভেদ করতে হবে তাদের। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৬৪ রান করেছে ভারত। জিততে গেলে রবিবার পঞ্চম দিনে ২৮০ রান দরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় খেলোয়াড়রা যে আত্মবিশ্বাসী রয়েছেন তা জানালেন পেসার মহম্মদ শামি।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে স্বপ্নপূরণ ম্যাঞ্চেস্টার সিটির

শামি বলেছেন, ‘‘১০০ শতাংশ আত্মবিশ্বাসী আমরা। দলের সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত। শুধু ইংল্যান্ডে নয়, বিশ্বের সব জায়াগায় ভালো পারফর্ম্যান্স করেছি। তাই বিশ্বাস রয়েছে, এই ম্যাচ আমরাই জিততে পারব।’’
শুভমান গিলের আউট নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে ক্রিকেটের নিয়মানুযায়ী ওটা আউট। ক্যামেরন গ্রিনের বাঁ হাতের আঙুল বলের নীচে চলে এসেছিল। তবে একটা আম্পায়ারিং সিদ্ধান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের নির্ণায়ক হয়ে দাঁড়াবে এমন নয়। তিন দিন, চার দিনে শেষ হয়ে যাওয়া টেস্ট ম্যাচের যুগে এই ফাইনাল পঞ্চম দিনে গড়িয়েছে। এখনও জেতার সম্ভাবনা দুই পক্ষেরই। সব অর্থেই এটা ফাইনাল। মহাকাব্যিক যবনিকা পতনের দিকেই এগোচ্ছে খেলার গতিপ্রকৃতি। 

আজ যদি অস্ট্রেলিয়া তেড়েফুঁড়ে ওঠে, বাকি সাত উইকেট নিয়ে ম্যাচ জিতে নেয়, তবে এই ম্যাচ তাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর ভারত যদি আর ২৮০ রান করে ফেলে তাহলে তো কথাই নেই। আফশোস একটাই, এই দলে একটা ঋষভ পন্থ নেই। তিনি থাকলে আজ লিখে দেওয়া যেত, ভারত জিতছে। জলদি সুস্থ হয়ে উঠুন ঋষভ।

RELATED ARTICLES

Most Popular