Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাCalcutta HC on Subhendu Adhikari: সুদীপ্ত সেনের চিঠি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে...

Calcutta HC on Subhendu Adhikari: সুদীপ্ত সেনের চিঠি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে বাধা নেই কাঁথি থানার, জানাল কোর্ট

Follow Us :

সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে কাঁথি থানার তদন্তে কোনও বাধা নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High court)। কাঁথি থানা বিরোধী দলনেতা(Opposition leader) শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাতে আপত্তি জানিয়ে আদালতে মামলা করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস(Anindya Sundar Das)। তাঁর আবেদন, যেহেতু সারদা মামলার(Sarada scam) তদন্ত করছে সিবিআই,(CBI) তাই কাঁথি থানা এ বিষয়ে আর তদন্ত করতে পারে না।
প্রসঙ্গত, কয়েক মাস আগে আদালতে হাজিরা দেওয়ার সময় সুদীপ্ত সেন(Sudipto Sen) অভিযোগ করেছিলেন, শুভেন্দু তাঁর থেকে কয়েক কোটি টাকা নিয়েছিলেন। পাশাপাশি তিনি সিবিআইকে চিঠি লিখেও অভিযোগ করেন, শুভেন্দু তৃণমূলে থাকাকালীন দফায় দফায় তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। আবার কখনও টাকার জন্য হুমকিও দিয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠির কথা উল্লেখ করে দাবি করেন, শুভেন্দুকে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক। কেন তাঁকে সিবিআই নিজেদের হেফাজতে নিচ্ছে না। একই দাবি তোলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। 
বিরোধী নেতা অবশ্য দাবি করেছিলেন, সুদীপ্ত সেনকে দিয়ে শাসকদলের নেতাদের নির্দেশে এক আইপিএস অফিসার ওই চিঠি লিখিয়েছেন। তা নিয়ে কাঁথি থানা তদন্তও করছে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে বিষয়টি ওঠে। বেঞ্চ জানিয়ে দেয়, কাঁথি থানা তদন্ত চালিয়ে যেতে পারবে। আদালত আবেদনকারীর আর্জি খারিজ করে দিয়েছে। এতে শুভেন্দুর উপর চাপ বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আদালত সঠিক রায় দিয়েছে। শুভেন্দকে হেফাজতে নিয়ে তদন্ত করুক কাঁথি থানা।

RELATED ARTICLES

Most Popular