Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMamata Banerjee: ১৭ মার্চ কালীঘাটে শীর্ষ নেতাদের বৈঠকে ডাকলেন মমতা, কী কারণ?

Mamata Banerjee: ১৭ মার্চ কালীঘাটে শীর্ষ নেতাদের বৈঠকে ডাকলেন মমতা, কী কারণ?

Follow Us :

কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তার আগে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই বৈঠক দলের শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে। সূত্রের খবর, আগামী ১৭ মার্চ কালীঘাটের (Kalighat) কার্যালয়ে হবে এই বৈঠক। আগামী দিনে দলের কাজ কী হবে এবং সেই কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে ওই বৈঠকে তার পথনির্দেশ দেবেন তৃণমূলনেত্রী৷ পাশাপাশি, ওই বৈঠকে সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়ের কারণ নিয়েও আলোচনা হতে পারে। বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উঠে আসবে নানা কথা। এই বৈঠকে সাংসদ, জেলা সভাপতি–সহ দলের শীর্ষ নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কয়েকদিন আগেই সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi by-election) শাসকদলকে হারতে হয়েছে, যা রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে ঘাসফুল শিবিরে। জানা গেছে, এই নিয়েও পর্যালোচনা করা হবে ওই বৈঠকে। শুধু সাগরদিঘি নয়, আগামী কয়েক দিনের মধ্যেই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সেই জন্যই দলের নেতাদের নিয়ে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে সাফল্যের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার বার্তা এখান থেকে দেওয়া হবে। এখন দেখার বিষয়, এই বৈঠকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইতিমধ্যে একাধিক শীর্ষনেতা ফোন পেয়েছেন ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য। 

আরও পড়ুন:TMC Inner Clash l পুলিশকে ‘লাস্ট ওয়ার্নিং’ সিদ্দিকুল্লার, ‘মাছের আঁশ’ ফেলে দেওয়ার হুমকি

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। দলের একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে এই দুর্নীতিকাণ্ডে। বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন। এনিয়ে বিরোধীরা তীব্র আক্রমণ শানাতে শুরু করেছেন শাসক দলকে। এই অবস্থায় আগামী শুক্রবারের বৈঠকে এই সব পরিস্থিতির মোকাবিলা করে তৃণমূল কংগ্রেস কীভাবে লড়াই করবে, সেই বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে যেভাবে সক্রিয় হয়েছে একাধিক কেন্দ্রীয় সংস্থা, তার মোকাবিলা করার পথ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

আগামী মাসে একাধিক সভা করার কথা আছে দলের সসর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। জেলা সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা মিটলেই যাতে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়া যায় সে ব্যাপারে নজর দিতে চাইছে শাসক দল এখন থেকেই। তাই কালীঘাটের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সাম্প্রতিক সময়ে সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়, লাগাতার বিরোধীদের নিয়োগ নিয়ে আক্রমণের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাদের রণকৌশল তৈরি করতে চায়। সেই কারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

RELATED ARTICLES

Most Popular