Placeholder canvas

Placeholder canvas
HomeWTCWTC Final 2023 | শুভমানের আউট ঘিরে তুমুল বিতর্ক! তবুও অসম্ভবকে...

WTC Final 2023 | শুভমানের আউট ঘিরে তুমুল বিতর্ক! তবুও অসম্ভবকে সম্ভব করার আশায় ভারত

Follow Us :

ওভাল থেকে লর্ডসের দূরত্ব কত? মেরেকেটে ৪ মাইল। আজ থেকে ৩৬ বছর আগে ১৯৮৬ সালে এই লর্ডসেই কপিল ডেভিলস প্রথমবারের জন্য ইংল্যান্ডকে পরাজিত করেছিল। ম্যাচের নায়ক হয়ে উঠেছিলেন দিলীপ বেঙ্গসরকার-চেতন শর্মা-কপিল দেব-মনিন্দর সিংরা। আজকের দিনে লর্ডস জয়ের ৩৬ বছর পূর্তিতে সেলিব্রেট করার কথা প্রাক্তনিদের। কিন্তু কোথায় কী? সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ী ভারত অধিনায়ক বর্তমান সময়ের ভারতীয় দলের অবস্থা দেখে ভীষণ হতাশ। এই মুহূর্তে রয়েছেন ওভালেই। একইরকম হতাশ ৮৬-র সেই দলের বেশ কিছু ক্রিকেটার। ভারত জিতলে ‘মিরাকল’ হবে মানছেন অনেকেই। তবে একইসঙ্গে এটাও মানছেন ‘মিরাকল’ হলে অবাক হবেন না। হতাশ হলেও জয়ের আশা ছাড়ছেন না কেউই।

শুক্রবারের ওভালের আবহাওয়া সকাল থেকেই বেশ মনোরম। তাপমাত্রা ২১ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করছে। একইসঙ্গে একদিক থেকে হাওয়াও চলছে। মাঝে মাঝে হাওয়ার গতি বেশ তীব্রতা পাচ্ছে। পিচে অবশ্যই অসমান বাউন্স আছে। একইসঙ্গে পিচের কিছু জায়গা ভেঙেও গিয়েছে। ফলত বল টার্ন এবং বাউন্স হবে সেটা বলাই যায়। ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ৪৪৪। মিরাকল কি হবে? ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৬ রান চেজ করে জিতেছিল টিম ইন্ডিয়া। নায়ক হয়ে উঠেছিলেন গাভাসকর-বিশ্বনাথ। ২০২৩-এ জুনের ওভালে কে ৭৬-এর গাভাসকর এবং বিশ্বনাথ হয়ে উঠবেন? 

এই কথা ভাবতে ভাবতেই ভারতের প্রথম উইকেটের পতন। প্যাভিলিয়নের পথে শুভমান গিল। তাও আবার বিতর্কিত সিদ্ধান্তে! গালি থেকে শুভমান গিলের যে ক্যাচটা নিলেন ক্যামেরন গ্রিন সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছিল বল মাটিতে স্পর্শ করছে। হরভজন সিং-দীপ দাশগুপ্ত থেকে প্রত্যেকে ক্ষিপ্ত থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্তে। অনেকে এটাও বলছেন যখন এত টেকনোলজিতেও ভুল সিদ্ধান্ত, তাহলে টেকনোলজি ব্যবহারের মানে কী? আর এই সিদ্ধান্ত ম্যাচ নির্ধারকও হতে পারে। এরপরও আশা ছাড়ছেন না অনেকেই। চা বিরতিতে ভারতের ৪১/১। জয়ের জন্য এখনও প্রয়োজন ৪০৪। ক্রিকেট অসম্ভব বলে কিছু নেই। ওভাল জুড়ে চলছে ‘চক দে ইন্ডিয়া’ টিউন। ‘৭৬’-‘৮৬’-র ছায়া মিলে মিশে একাকার হোক ২০২৩ এর ওভালে!

ওভাল থেকে ম্যাচ বিশ্লেষণে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা প্রখ্যাত ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত-

RELATED ARTICLES

Most Popular