Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকModi-Biden: বাইডেনের আমন্ত্রণে আমেরিকা যেতে পারেন মোদি

Modi-Biden: বাইডেনের আমন্ত্রণে আমেরিকা যেতে পারেন মোদি

Follow Us :

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) সরকারি অতিথি হওয়ার আমন্ত্রণ পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আগামী গ্রীষ্মের জুন-জুলাই মাসে ফের একবার আমেরিকা যাওয়ার কথা মোদির। ওয়াশিংটন (Washington DC) সফরের দিন চূড়ান্ত না হলেও ওই সময়েই আমন্ত্রণ করা হয়েছে। কারণ, দুজনেরই দফতর আলোচনার মধ্যে জানিয়েছে, জুন-জুলাইয়ে বাইডেন এবং মোদির বিশেষ কোনও অনুষ্ঠানসূচি নেই।

এদিকে, বুধবারই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভাল (Ajit Doval) মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের (US Secretary of State Antony Blinken) সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও দুজনের মধ্যে কথা হয়। মোদির আমেরিকা সফরের আগে দোভাল ও মার্কিন বিদেশ সচিবের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন: Budget Session 2023: আদানি-বিতর্কে সংসদ উত্তাল, দিনের মতো দুই কক্ষেই অধিবেশন মুলতুবি

ইজরায়েল এবং মিশর ঘুরে সবেমাত্র দেশের মাটিতে পা রেখেছেন ব্লিঙ্কেন। তারপরই তিনি দোভালের সঙ্গে আলোচনার টেবিলে বসেন। বৈঠকের শেষে ব্লিঙ্কেন এক টুইটে জানিয়েছেন, ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে আমেরিকা। বিশ্বব্যাপী নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমরা পাশাপাশি থাকব।
আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনের অনুষ্ঠানে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রে জানা গিয়েছে, মোদির মার্কন সফরের জন্য অন্তত ২ দিন সময় বের করতে হবে। সরকারি আমন্ত্রণে সেদেশ সফরে গিয়ে মোদি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন। প্রথা অনুযায়ী হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত করা হবে তাঁকে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে রাষ্ট্রীয় আমন্ত্রণ জানিয়েছিলেন বাইডেন। উচ্চপদস্থ প্রশাসনিক এক অফিসার বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে আগ্রহী বাইডেন। অন্যদিকে, চীনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক খারাপ হওয়াতে আমেরিকাকে হাতছাড়া করতে চায় না ভারতও। সেই দিক থেকে দুপক্ষেরই গলার কাঁটা চীন। আর সে কারণেই ভারত-মার্কিন সহযোগিতা চালিয়ে যাওয়ার ব্যাপারে দুদেশই আগ্রহী।

RELATED ARTICLES

Most Popular