skip to content
Wednesday, June 26, 2024

skip to content
Homeআন্তর্জাতিকUK PM Rishi Sunak: ইতিহাসকে সাক্ষী রেখে দশ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা ঋষি...

UK PM Rishi Sunak: ইতিহাসকে সাক্ষী রেখে দশ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা ঋষি সুনক

Follow Us :

ব্রিটেন: ফলাফল নির্ধারিতই ছিল। আর ঘটলও তাই। ব্রিটেনের রাজনীতির ইতিহাসে বিপ্লব ঘটিয়ে দেশের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী (Prime Minister) হলেন ঋষি সুনক (Rishi Sunak)। আগামী ২৮ অক্টোবর ব্রিটেনের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৪২ বছরের ঋষি।

তাঁর দুই প্রতিদ্বন্দ্বীর অন্যতম প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় থাকতে চান না। লড়াইয়ে থাকা অপরজন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেত্রী পেনি মরড্যান্ট, যাঁর সঙ্গে মাত্র ২৩ জন এমপি-র সমর্থন ছিল। দলের সংশ্লিষ্ট কমিটি আগেই জানিয়ে দিয়েছিল, ভোটে দাঁড়াতে হলে অন্তত ১০০ জন টোরি এমপি-র সমর্থন প্রয়োজন প্রতিটি প্রার্থীর।  সেখানে সুনককে সমর্থন করছিলেন অন্তত ১৪২ জন। কিন্তু শেষবেলায় নাটকীয় মোচড়ে পেনি মরড্যান্ট জানিয়ে দেন, তিনি আর ভোটের লড়াইয়ে নেই। এরপরেই দলের সংশ্নিষ্ট কমিটির তরফে গ্রাহাম ব্রাডি ঘোষণা করেন, কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে একটিই মনোনয়ন পেশ হয়েছে। আর সেটি হল ঋষি সুনকের। নতুন নেতা হিসাবে তাঁর ভাষণেও সকলকে ধন্যবাদ জানান ঋষি সুনক।

আরও পড়ুন: Mamata Banerjee: বাড়িতে কালীপুজো, তার মধ্যেও ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর    

কনজরভেটিভদের নয়া নেতা বাছতে সোমবার স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ মনোনয়ন পর্ব শেষ হল। হাউস অব কমন্সের অধিকাংশ কনজারভেটিভ এমপি-ই জানিয়ে দিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আপাতত তাঁদের পছন্দ ঋষি সুনক। অবশ্য এহেন পরিস্থিতি তৈরি হত না, যদি না প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার ৪৫ দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হতেন লিজ স্ট্রাস। বরিস জনসনের পদত্যাগের পর যাঁর সঙ্গে ব্রিটেনের শীর্ষ প্রশাসনিক পদের দৌড়ে নেমে পিছিয়ে গিয়েছিলেন ২০১৪ সালে রিচমন্ড কেন্দ্র থেকে প্রথমবার কনজারভেটিভ এমপি হিসাবে জয়ী হয়ে রাজনীতিতে আসা ঋষি। ভারতীয় প্রেক্ষাপটে যাঁর একটি বাড়তি পরিচয়, তিনি ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির জামাই। এর আগে তিনি ব্রিটেনে চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। বরিস জনসনের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীও ছিলেন সুনক।
  
শীর্ষ পদে পৌঁছনোর দৌড়ে অবশ্য বিস্তর কাঁটা বিছানো ছিল। আর গোটা রাজনৈকিক সমীকরণ নতুন মাত্রা পায় ছুটি কাটানো ছেড়ে লন্ডনে পৌঁছে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়ে দেওয়ায় দেশকে আরও একবার নেতৃত্ব দিতে তিনি তৈরি। কিন্তু দেশের আমজনতা তো দূরের কথা, দলেরই একটা বড় অংশ চায়নি, প্রাক্তন প্রধানমন্ত্রী ফের ভোটে লড়ুন। সাকুল্যে পঞ্চাশের কিছু বেশি এমপি-র সমর্থন পেয়েছিলেন। অবশ্য বরিস নিজে দাবি করেছিলেন, অন্তত ১০২ জন তাঁর দলের এমপি নাকি পাশে ছিলেন। তা সত্ত্বেও ভোটে না লড়ার কারণ হিসাবে বরিসের অজুহাত ছিল, পার্লামেন্টে দল ঐক্যবদ্ধ অবস্থায় না থাকলে কার্যকরী ভাবে সরকার চালানো সম্ভব নয়।  বরিসের সেই সিদ্ধান্ত জেনে ঋষিও টুইটে তাঁর পূর্বসূরীকে ধন্যবাদ দিয়ে ঘোষণা করেন, দেশের আর্থিক পরিস্থিতির উন্নতিই তার মূল লক্ষ্য। 

অবশ্য রাজনৈতিক মহল মনে করছে, আদপে যদি বরিসের সঙ্গে ১০২ জন এমপির সমর্থন থাকে এবং তাঁরা যদি ঋষির বদলে পেনিকে সমর্থন করেন, তাহলে হয়ত পেনির সামনে প্রধানমন্ত্রী হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হবে পারত। কিন্তু মুখের কথা আর অঙ্কের খেলা যে রাজনীতির অনেক ঘোড়দৌড়ের পালা বদলে দেয় তা আরও একবার প্রমাণিত হল। আপাতত বাকি ইতিহাস। ভারতীয় বংশোদ্ভূত প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে চলেছেন ঋষি সুনক।    

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
স্পিকার নির্বাচন প্রথম নয়, আগেও হয়েছে, জানুন ভারতের ইতিহাস
00:00
Video thumbnail
Y. S. Jagan Mohan Reddy | স্বাধীন ভারতে প্রথম স্পিকার নির্বাচন সমর্থন করবেন জগন?
00:00
Video thumbnail
Lok Sabha Speaker | ওম বিড়লাকেই স্পিকার পদে মনোনয়ন NDA-র, INDIA দিলো পাল্টা মনোনয়ন
00:00
Video thumbnail
Speaker | স্পিকার নির্বাচনে বড় ঝটকা ধাক্কা খেল বিজেপি! INDIA-কে সমর্থন করল এই দল
00:00
Video thumbnail
Abhishek Banerjee | শপথ নিয়ে কী বললেন অভিষেক? দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Saumitra Khan | হাজিরা না দিলে গ্রেফতার ! মহাসঙ্কটে সৌমিত্র খাঁ
00:00
Video thumbnail
INDIA | স্পিকার নিয়ে জরুরি বৈঠকে INDIA, তৃণমূল কি আছে বৈঠকে ?
00:00
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | সংবিধান, সহমত এবং আমাদের পরধান সেভক, চওকিদার
00:00
Video thumbnail
আজকে (Aajke) | ভারত সরকার কি পশ্চিমবঙ্গকে জল না দিয়ে শুকিয়ে মারতে চায়?
00:00
Video thumbnail
Deputy Speaker | কে হবেন ডেপুটি স্পিকার, দেখে নিন বিরাট আপডেট
00:00