Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাWrestler Protest | আজ গঙ্গায় পদক ভাসিয়ে দেবেন সাক্ষী-বিনেশরা! তারপর আমরণ অনশন 

Wrestler Protest | আজ গঙ্গায় পদক ভাসিয়ে দেবেন সাক্ষী-বিনেশরা! তারপর আমরণ অনশন 

Follow Us :

নয়াদিল্লি: ২৮ মে ছিল এক অদ্ভুত দিন, একদিকে সাধুসন্তদের নিয়ে রাজদণ্ড হাতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। অন্যদিকে রাজধানীর রাস্তায় টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সাক্ষী মালিক (Sakshi Malik) বিনেশ ফোগটের (Vinesh Phogat) মতো অ্যাথলিটদের। বিশ্বের দরবারে ভারতের সম্মান বাড়ানো কুস্তিগিরদের সঙ্গে অমানুষিক আচরণ করল দিল্লি অমিত শাহের (Amit Shah) পুলিশ। প্রকৃত প্রস্তাবেই দেশের জন্য ২৮ মে ছিল ‘কালা দিবস’। সেদিনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন সাক্ষী, টুইটারে সেদিনের সমস্ত ঘটনা ব্যাখ্যা করলেন। তুলে ধরলেন কিছু সঙ্গত প্রশ্নও। 

কী লিখলেন সাক্ষী?

“২৮ মে যা হল তা আপনারা সবাই দেখেছেন। পুলিশ আমাদের সঙ্গে কী আচরণ করেছে, কতটা বর্বরতার সঙ্গে আমাদের গ্রেফতার করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আন্দোলনের জায়গা তছনছ করে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হল আর পরের দিন আমাদের নামেই গুরুতর মামলায় এফআইআর করে দেওয়া হল। মহিলা কুস্তিগিররা কি তাঁদের উপর হওয়া নির্যাতনের জন্য সুবিচার চাইতে পারবে না? পুলিশ এবং প্রশাসন আমাদের সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করছে, যেখানে নির্যাতনকারী বিভিন্ন সভায় আমাদের  ব্যঙ্গ করছে। 

টিভিতে মহিলা কুস্তিগিরদের অস্বস্তিতে ফেলে দেওয়া ঘটনার কথা বলে হাস্যাস্পদ করে তুলছে। এমনকী পকসো আইন পর্যন্ত বদলে ফেলার কথা বলছে। আমরা মহিলা কুস্তিগিররা ভেতরে এমন বোধ করছি যে এদেশে আমাদের জন্য আর কিছু পড়ে নেই। অলিম্পিক্স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক পাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে কেন জিতেছিলাম। প্রশাসন আমাদের সঙ্গে এমন জঘন্য আচরণ করবে সে জন্যই জিতেছিলাম? আমাদের টানাহেঁচড়া করল আর আমাদেরই অপরাধী বানিয়ে দিল। 

কাল পুরো দিন আমাদের বহু মহিলা কুস্তিগির খেতের মধ্যে লুকিয়ে বেড়িয়েছে। প্রশাসনের উচিত ছিল নির্যাতনকারীকে গ্রেফতার করা, তারা হেনস্তার শিকার হওয়া মহিলাদের তাঁদের ধরনা বন্ধ করতে, তাঁদের ভাঙতে এবং ভয় দেখানোর কাজে ব্যস্ত। এবার আমাদের মনে হচ্ছে আমাদের গলায় ঝোলানো এই পদকগুলোর কোনও অর্থই রইল না। এগুলো ফিরিয়ে দেওয়ার কথা ভাবতেই আমাদের মৃত্যুর কথা মনে হচ্ছে, কিন্তু আত্মসম্মানের সঙ্গে সমঝোতা করে বাঁচাও তো কোনও বাঁচা নয়। 

আরও পড়ুন: IPL 2023 | Eden Gardens | আইপিএলে সেরা মাঠ ইডেন, যুগ্মভাবে ওয়াংখেড়েও 

কিন্তু প্রশ্ন হল কাকে ফেরত দেব। আমাদের রাষ্ট্রপতিকে যিনি নিজেও এক নারী। মন বলল না, কারণ তিনি আমাদের থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বসে শুধু দেখেই গেলেন, কিন্তু কিছুই বললেন না। আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের নিজের ঘরের মেয়ে বলতেন। মন মানল না, কারণ তিনি একবারও ঘরের মেয়েদের কথা শুনলেন না। বরং আমাদের হেনস্তাকারীকে নতুন সংসদে ডাকলেন আর সে ধপধপে সাদা পোশাক পরে ছবি তুলতে থাকল। তার সাদা পোশাক আমাদের কাঁটার মতো বিঁধছিল, যেন বলছিল আমিই প্রশাসন। 

 

এই চমকদার সিস্টেমে আমাদের জায়গা কোথায়, ভারতের মেয়েদের জায়গা কোথায়? আমরা কি শুধুই স্লোগান আর ক্ষমতায় আসার এজেন্ডা হয়ে থেকে গেলাম?
এই পদক আমাদের চাই না, কারণ এসব পরিয়ে আমাদের মুখোশ বানিয়ে স্রেফ নিজেদের প্রচার চালায় এই সিস্টেম। তারপর আমাদের শোষণ করে। আমরা এই শোষণের বিরুদ্ধে মুখ খুললেই আমাদের জেলে পোরার প্রস্তুতি নেয়। 

এই সব পদক আমরা গঙ্গায় ভাসিয়ে দিতে চলেছি, কারণ তিনি মা গঙ্গা। যতটা পবিত্র আমরা গঙ্গাকে মনে করি ততটা পবিত্রতার সঙ্গেই পরিশ্রম করে এই পদক পেয়েছিলাম। এই পদক সাড়া দেশের কাছেই পবিত্র এবং পবিত্র পদককে রাখার সঠিক জায়গা পবিত্র মা গঙ্গাই হতে পারে। আমাদের মুখোশ বানিয়ে ফায়দা তোলার পর আমাদের নির্যাতনকারীর পাশে দাঁড়িয়ে পড়া সিস্টেম পদক রাখার জায়গা হতে পারে না। 

পদক আমাদের প্রাণ, আমাদের আত্মা। এদের গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পর আমাদের বেঁচে থাকার কোনও অর্থই থাকবে না। এজন্য আমরা ইন্ডিয়া গেটে আমরণ অনশনে বসব। ইন্ডিয়া গেট সেই শহীদদের জায়গা যাঁরা দেশের জন্য প্রাণত্যাগ করেছিলেন। আমরা তাঁদের মতো পবিত্র নই, কিন্তু আন্তর্জাতিক স্তরে খেলার সময় আমাদের ভাবনাও তাঁদের মতোই ছিল। 

অপবিত্র সিস্টেম নিজেদের কাজ করছে এবং আমরা আমাদের কাজ করছি। এবার মানুষকে ভাবতে হবে তাঁরা এই মেয়েদের পাশে দাঁড়াবেন নাকি মেয়েদের নির্যাতন করা ওই ধপধপে সাদা সিস্টেমের পাশে। আজ সন্ধে ৬টায় আমরা হরিদ্বারে পদক গঙ্গায় ভাসিয়ে দেব। এই মহান দেশের প্রতি আমরা সদা কৃতজ্ঞ থাকব।                    

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Turning Point | ছাত্র-ছাত্রীদের হতাশা কমাতে নয়া উদ্যোগ, বাজারে এল 'টার্নিং পয়েন্ট' অ্যাপ
02:11
Video thumbnail
Arjun Singh | 'সন্দেশখালিকাণ্ডে পার্থ ভৌমিকের যোগ রয়েছে', এক্স হ্যান্ডলে অভিযোগ অর্জুন সিংয়ের
02:27
Video thumbnail
Sandeshkhali | কে এই আবু তালেব? কীভাবে উত্থান?
03:00
Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:58
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কীভাবে?
01:05:38
Video thumbnail
Loksabha Election 2024 | দ্বিতীয় দফায় ৩ কেন্দ্র থেকে গড়ে ৫ শতাংশ ভোট কম পড়েছে
01:59
Video thumbnail
Subhas Sarkar | সুভাষ সরকারের চিকিৎসক ছেলের বিরুদ্ধে FIR, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ
03:26
Video thumbnail
Hasnabad | হাসনাবাদ থেকে বেরিয়ে গেল ফরেনসিক দল, রিপোর্ট এলে জানা যাবে বিস্ফোরণের কারণ
02:49
Video thumbnail
Purulia | বিয়ে বাড়ি যাওয়ার পথে উল্টে গেল পিক আপ ভ্যান, দুর্ঘটনায় মৃত্যু ২ আহত প্রায় ৩০
03:12
Video thumbnail
Abhishek Banerjee | প্রথম দফায় মাথা, দ্বিতীয়তে ঘাড় ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভাঙব: অভিষেক
06:27