skip to content
Thursday, June 13, 2024

skip to content
HomeকলকাতাSanyukt Kisan Morcha: আজ কলকাতায় ‘রাজভবন চলো’ মহামিছিল, রাজ্যপালের কাছে জমা দেওয়া...

Sanyukt Kisan Morcha: আজ কলকাতায় ‘রাজভবন চলো’ মহামিছিল, রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে স্মারকলিপি

Follow Us :

কলকাতা: সংযুক্ত কিষাণ মোর্চা (Sanyukt Kisan Morcha – SKM) আজ শনিবার (২৬ নভেম্বর) রাজভবন অভিযানে রাস্তায় নামছে। এই কর্মসূচিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে একাধিক দাবি নিয়ে সরব হবে তারা। ‘রাজভবন চলো’ মহামিছিলের উদ্দেশ্যে এদিন দুপুর ১টায় শিয়ালদাহ ও হাওড়া স্টেশনে (Sealdah & Howrah Station) জমায়েত হওয়ার কথা রয়েছে। এরপর ২টোয় কলকাতার রাণি রাসমণি রোডে জনসভা হবে। সংযুক্ত কিষাণ মোর্চার এই জনসভায় রাজ্যের কৃষিজীবী সাধারণ মানুষ সহ সকলকে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। শুধু এই রাজ্যেই নয়, দেশের সর্বত্র অর্থাৎ সবকটি রাজ্যেই এই শনিবার ‘রাজভবন চলো’ মহামিছিলের কর্মসূচি রয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) কলকাতার  প্রেস ক্লাবে (Press Club) মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্ববর্গ এই মহামিছিলের ঘোষণা করে রাজ্যবাসীকে সঙ্গে চলার ডাক দেয়। রানি রাসমণি রোডের জনসভা থেকে তাঁরা কৃষিজীবী সাধারণ মানুষ-সহ সমবেত সকল জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন সংযুক্ত কিষাণ মোর্চার জাতীয় সমন্বয় সমিতির সদস্য অভীক সাহা এবং মোর্চার রাজ্য সমন্বয় সমিতির সদস্য অমল হালদার, কার্তিক পাল, সমীর পূততুণ্ড প্রমুখ। জনসভায় বক্তব্য রাখার পর মহামিছিল রাজভবনে পৌঁছবে এবং সেখানে রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে দু’টি স্মারকলিপি (Memorandum) তুলে দেওয়া হবে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) জন্য এবং অপরটি রাষ্ট্রপ্রতি দ্রোপদী মুর্মুর (President Droupadi Murmu) উদ্দেশে। 

আরও পড়ুন: Weather: ফের পতন পারদের, আগামী সপ্তাহ থেকেই কী জাঁকিয়ে শীত, জেনে নিন 

স্মারকলিপির মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে বকেয়া দাবি অবিলম্বে পূরণের বিষয়ে জানানো হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) কাছে এমএসপি আইনের বিষয়ে যে খসড়া বিল (Draft Bill) পেশ করা হয়েছিল, তা বিধানসভায় (West Bengal Legislative Assembly) পেশ করে সেই সংক্রান্ত আইন যাতে শীঘ্রই আনা হয়, সেই দাবি জানানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। সার ও বীজে কালোবাজারি এবং ট্যাগিং বন্ধ করার মতো আরও অনেক দাবি রয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য সরকার অবিলম্বে তাদের দাবি না পূরণ করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে মোর্চা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছে মোর্চা নেতৃত্ব।

RELATED ARTICLES

Most Popular