Placeholder canvas

Placeholder canvas
HomePanchayat Election 2023 | বুথ সুরক্ষার কী হবে, শাহকে চিঠি বিএসএফ কর্তার
Array

Panchayat Election 2023 | বুথ সুরক্ষার কী হবে, শাহকে চিঠি বিএসএফ কর্তার

Follow Us :

কলকাতা: পঞ্চায়েত ভোটের ৩৩ ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সংশয় কাটল না। এদিন রাতে রাজ্য নির্বাচন কমিশনে জরুরি বৈঠক বসে এ নিয়ে। বিএসএফের আইজি এস সি বুডাকোটির সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সংশয় তৈরি হয়। প্রতি বুথে মাত্র ১ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কীভাবে মোতায়েন হবে তা নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা চলছে। অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী রাখার নিয়ম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সেখানে মাত্র একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রেখে বুথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি আইজি বিএসএফের। ১ ঘণ্টারও বেশি আইজি বিএসএফের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার।

কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) করাতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছিল। আগেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করে স্বরাষ্ট্রমন্ত্রক। বাকি ৪৮৫ কোম্পানিও আসছে। বিএসএফ-এর পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে৷

আরও পড়ুন: Panchayat Election 2023| Kunal Ghosh | শুক্রবার মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল, ফের বিতর্ক

হিংসা, হানাহানিতে পঞ্চায়েত ভোটের বাংলা কুরুক্ষেত্রের ময়দানে পরিণত হয়েছে। রাজনৈতিক হিংসায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মনোনয়ন পর্ব থেকে অশান্তি ছড়িছিল তা অব্যাহত। এই ছবি দেখেই হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে। সেই মতো প্রথম দফায় ২২ কোম্পানি ও দ্বিতীয় দফায় ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠিও পাঠায়। রাজ্যের চাহিদা মতো আগেই ৩১৫ কোম্পানি বাহিনী (Central Force) রাজ্যে পাঠিয়েছে কেন্দ্র। বাকি ৪৮৫ কোম্পানিও মঞ্জুর করেছে কেন্দ্র। এবার বাকি বাহিনী আজই রাজ্যে আসছে। এর মাঝেই বিরোধীরা দফাওয়ারি ভোটের দাবি করেছিল কিন্তু আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

RELATED ARTICLES

Most Popular