Placeholder canvas

Placeholder canvas
HomeদেশJoshimath Sinking: সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন নাকচ, ১৬ জানুয়ারি দিন ধার্য

Joshimath Sinking: সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন নাকচ, ১৬ জানুয়ারি দিন ধার্য

Follow Us :

নয়াদিল্লি ও দেরাদুন: জোশিমঠের (Joshimath) যে সমস্ত বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেগুলি ভাঙার কাজ শুরু হল আজ, মঙ্গলবার। অন্যদিকে, জোশিমঠের ভূমিক্ষয় নিয়ে আনা আবেদনের জরুরি ভিত্তিতে শুনানি নাকচ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবারই জোশিমঠের সংকটকে জাতীয় বিপর্যয় (National Disaster) বলে ঘোষণার আর্জি নিয়ে জরুরি শুনানির আবেদন নাকচ করে দিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, দেশের যে কোনও গুরুত্বপূর্ণ ঘটনার সুরাহা করার জায়গা এটা নয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud) এবং পি এস নরসিমা বলেন, সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার আছে। তারা সব দেখছে, দেখবে। এই বলে আগামী ১৬ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে আদালত।

এদিকে, জোশিমঠের গোটা এলাকাকে ‘বিপজ্জনক’, ‘মাঝারি বিপজ্জনক’ ও ‘সম্পূর্ণ নিরাপদ’ বলে ভাগ করা হয়েছে। মোট ৬৭৮টি বাড়িতে ফাটল দেখা দেওয়ায় এই সমস্ত বাড়ি ভেঙে ফেলতে হবে বলে বিশেষজ্ঞদের মত। বিপজ্জনক এলাকার মধ্যে দুটি হোটেলও আছে। মাউন্ট ভিউ এবং মালারি ইন নামে এই দুটি হোটেল একে অপরের উপর হেলে পড়েছে। এ দুটিও ভাঙা পড়বে জানা গিয়েছে।

আরও পড়ুন: Joshimath Updates: আজ ‘ডুবন্ত জোশিমঠ’ নিয়ে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় প্রতিনিধি দল

সরকারি এক অফিসার বলেন, জোশিমঠের প্রায় ৩০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞ দলের রিপোর্ট প্রধানমন্ত্রীর দফতরে জমা পড়েছে। আনুমানিক ৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দলই ফাটল ধরা বাড়িগুলি ভেঙে ফেলার সুপারিশ করেছে। বাড়ি ভাঙার কাজ করবে কেন্দ্রীয় একটি দল, যাদের সাহায্য করবে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জোশিমঠের সংকটকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণার আর্জি সোমবার জমা পড়ে সুপ্রিম কোর্টে (Supreme Court)। আবেদনকারী স্বামী অভিমুক্তেশ্বরানন্দর আইনজীবীকে মঙ্গলবার জরুরি ভিত্তিতে শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমার বেঞ্চ মঙ্গলবার তালিকাভুক্ত করার জন্য বলেন আবেদনটি। কিন্তু, এদিন জরুরি ভিত্তিতে শুনানি না করে আগামী ১৬ জানুয়ারি শুনানির দিন ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

Most Popular