Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাMahendra Singh Dhoni-Suresh Raina | আইপিএল- এর আগে মাহি বন্দনায় রায়না

Mahendra Singh Dhoni-Suresh Raina | আইপিএল- এর আগে মাহি বন্দনায় রায়না

Follow Us :

 চেন্নাই: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এবং সুরেশ রায়না (Suresh Raina)। আইপিএল-এ সিএসকে (CSK) জার্সিতে অনেক সোনা ফলিয়েছে এই জুটি। আইপিএলের আগে ধোনি প্রসঙ্গে নস্ট্যালজিক রায়না। প্রাক্তন অধিনায়কের প্রতি ভুয়সী প্রশংসা করতেও ভুললেন না একসময়ে ধোনির ডেপুটি।

সুরেশ রায়না বলেন, ‘সবসময় নতুন প্রতিভাদের উৎসাহ দিতেন ধোনি। স্পিরিটের সঙ্গে খেলাটাকে উপভোগ করতে বলতেন। একইসঙ্গে তিনি বলতেন ক্রিকেটারের আগে ভালো মানুষ হতে। ভালো মানুষ হলে সমাজের সব জায়গায় শ্রদ্ধা পাওয়া যায়।’ 

বহু বছর সিএসকে-তে ধোনির সহকারী হিসেবে কাজ করেছেন সুরেশ রায়না। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ঠিক একইদিনে অবসর নেন রায়নাও। সেইসময় রায়নার বয়স ছিল ৩৩। ইচ্ছে করলেই আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারতেন রায়না। কিন্তু তরুণ প্রজন্মের কথা চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছলেন তিনি। এবারের আইপিএলে ভিন্ন ভূমিকায় দেখা যাবে সুরেশ রায়নাকে। ক্রিকেটার নয়, ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে এবারের আইপিএল-এ নিজেকে মেলে ধরবেন সিএসকে-র প্রাক্তন সৈনিক।    

অন্যদিকে, শুভমানের (Shubman Gill) হয়ে ব্যাট ধরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভারতীয় দলের নিয়মিত সদস্য হওয়া উচিৎ শুভমানের। গত কয়েক মাস ধরে দুর্দান্ত পারফর্ম করেছেন। শুভমান নিজের জায়গা পাকা করার জন্য আর কী কী করবে?’

উল্লেখ্য, আমেদাবাদ টেস্টে ১২৮ রানের ইনিংস খেলেন শুভমান গিল(Shubman Gill)। এরমধ্যে ছিল ১২টি বাউন্ডারি এবং ১টি ওভারবাউন্ডারি। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েও বেশ আশাবাদী প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না জেতার কোনও কারণ দেখছি না। যদি ভারত ব্যাটিং ভালো করে ৩৫০-৪০০ তুলতে পারে, তাহলে অবশ্যই জেতার জায়গায় চলে আসবে ভারত।’

 আরও পড়ুন: India vs Australia: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ 

ভারতের ত্রিফলা স্পিনিং অ্যাটাকেরও ভুয়সী প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেন, ‘রবিন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) তো ভালো বল করছেনই, অক্ষর প্যাটেলের (Axar Patel) কথাও অবশ্যই বলতে হবে। তিনজন ভারতীয় স্পিনারই ভারতের শক্তি। এটা ঠিক যে তিনজন স্পিনারকে হয়ত ওভালে খেলাবে না ভারত। কিন্তু তিনজনের দক্ষতা নিয়ে কোনও কথা হবে না।’ 

সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যৌথভাবে ‘ম্যান অব দ্য সিরিজ’- হয়েছেন অশ্বিন (Ravichandran Ashwin) এবং জাডেজা (Ravindra Jadeja)। অন্যদিকে, পুরো সিরিজেই ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে সকলকে মুগ্ধ করেছেন অক্ষর প্যাটেল।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Lok Sabha election 2024 | কলকাতা টিভিতে মুখোমুখি সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডল, কী বললেন শুনে নেব
10:31
Video thumbnail
Lok Sabha election 2024 | রাত পোহালেই পঞ্চম দফার লোকসভা নির্বাচন, শেষ মুহুর্তের প্রস্তুতি DCRCতে
06:51
Video thumbnail
Arjun Singh | 'অভিরূপ অর্জুনের দ্বিতীয় পক্ষের ছেলে', বিবাহ-বিতর্কে অর্জুন সিং, আসরে তৃণমূল
01:14
Video thumbnail
Arjun Singh | বিবাহ তিরে বিদ্ধ অর্জুন সিং, অভিরূপ সিং অর্জুনের পুত্র দাবি সোমনাথ শ্যামের
03:37
Video thumbnail
Panihati News | পানিহাটিতে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস, ঘোলা থানায় অভিযোগ দায়ের
01:59
Video thumbnail
Cpim News | সীমান্তে BSF- এর হাতে বাংলাদেশি টাকা-সহ গ্রেফতার সিপিএম নেতা
03:24
Video thumbnail
Suvendu Adhikari | '২৩ তারিখ ঘাটালের হিরোকে জিরো করবে', দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
02:16
Video thumbnail
Abhijit Ganguly | মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
11:54:56
Video thumbnail
Stadium Bulletin | ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব পাননি গৌতম গম্ভীর
11:54:56
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | BJP-TMC একে অপরের পরিপূরক, বাংলার ভোটকে বিভাজিত করতে চায়: অধীর
04:58