Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাT20 WC: পারথে লুঙ্গির আগুনের মাঝে সূর্যের তেজ, আকাশ-ছোঁয়া ৬৮তে ভারতের ১৩৩

T20 WC: পারথে লুঙ্গির আগুনের মাঝে সূর্যের তেজ, আকাশ-ছোঁয়া ৬৮তে ভারতের ১৩৩

Follow Us :

রবিবার পারথে লুঙ্গির আগুন, তারপর সূর্যের প্রখরতা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে ব্যাট করতে নেমে ভারতের অবস্থায় একেবারে শোচনীয় ছিল। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনগিদি লুঙ্গির আগুনে ঝলসে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। তবে উজ্জ্বল ব্যতিক্রম সূর্যকুমার যাদব। একেবারে কঠিন অবস্থায় দাঁড়িয়ে সতীর্থদের নাকানিচোবানির মাঝে সূর্য খেলে গেলেন অবিশ্বাস্য এক ইনিংস। 

পারথে ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলে সূর্য বুঝিয়ে এখন কেন তাঁকে টি-২০ ক্রিকেটে দুনিয়ার সেরা বলা হচ্ছে। SKY-নামে পরিচিত মুম্বইয়ের এই তারকা ক্রিকেটার ৬টা বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকালেন, স্ট্রাইক রেট ১৭০। ভারত নির্ধারিত ২০ ওভারে করল ৯ উইকেটে ১৩৩ রান। আরও পড়ুন-Natalie Germanos: স্টেডিয়ামের মাথায় ঝুলন্ত অবস্থায় কমেন্ট্রি মহিলা ধারাভাষ্যকারের!

টসে জিতে ব্যাট করতে নেমে ৪২ রানে ৪ উইকেট হারায় ভারত। লুঙ্গির বলে পরপর আউট হন রোহিত শর্মা (১৫), কেএল রাহুল (১৫), বিরাট কোহলি (১২)। তারপর অক্ষর প্যাটেলের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পাওয়া দীপক হুডা তিন বলে খেলে নকিয়ার বলে শূন্য রানে আউট হয়ে যান। তার পরের ওভারে লুঙ্গি আউট করেন হার্দিক পান্ডিয়া (২)-কে। সেখান থেকে একাই লড়তে থাকেন সূর্য কুমার যাদব। দীনেশ কার্তিক (৬), মহম্মদ শামি (০)-রাও সেভাবে কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ভুবনেশ্বর কুমার (৪), আর্শদীপ সিং (২) অপরাজিত থেকে যান। প্রোটিয়া পেসার এনগিদি লুঙ্গি ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। ম্যাচ জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৩৪ রান।

RELATED ARTICLES

Most Popular