Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরSuvendu Tmc: খেলাটা দেখাব বলে তৃণমূলকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার

Suvendu Tmc: খেলাটা দেখাব বলে তৃণমূলকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার

Follow Us :

কলকাতা:  তৃণমূলের (TMC) ‘খেলা হবে’ স্লোগানকে ঘুরিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, এবার ‘খেলাটা দেখাব’। ডিসেম্বর মাসে বিজয় মিছিল বের হবে। এখানে গণতন্ত্র (Democracy) নেই। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে কুলপিতে জনসভা করেন শুভেন্দু। সেখানে তাঁর আক্রমণের মূল লক্ষ্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ই (Abhishek Bandyopadhyay)। এদিন তিনি কর্মীদের উদ্দেশে বলেন, গুজরাতে (Gujarat) ২৭ বছর ধরে সরকারে রয়েছে বিজেপি। ফের সরকার গড়বে বিজেপি। এই রাজ্যেও বিজেপির সরকার হবে। আগামী দিনে বড় লড়াই।

শনিবার পাশাপাশি দুই জেলায় তৃণমূল এবং বিজেপির দুই যুব নেতার সমাবেশ ঘিরে রাজনৈতিক চর্চা ছিল দিনভর। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূলের সভা থেকে শুভেন্দুকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইভাবে অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মণ্ডহারবারে বিজেপির সভায় শুভেন্দুর আক্রমণের মূল নিশানা ছিলেন তৃণমূলের যুব নেতা।

আরও পড়ুন: Abhishek Banerjee: পূর্ব মেদিনীপুরকে বেইমান এবং বিশ্বাঘাতকমুক্ত করার ডাক অভিষেকের

এদিন শুভেন্দু অভিষেককে আক্রমণ করে বলেন, ২০১৬ সালের পর থেকে এখানে ভোট করতে দেয়নি ভাইপো বাহিনী। ডিসেম্বর মাসে আবার আসব। এক ট্রাক লাড্ডু নিয়ে আসব। গতকাল রাত থেকে এখানে তাণ্ডব করেছে ভাইপো বাহিনী। তারপরও এই সভা করা হচ্ছে। এদিন তিনি কয়লা, বালি সহ বিভিন্ন জায়গা থেকে তৃণমূল ও প্রশাসনের একাংশ তোলাবাজি (Extortion) করছে বলে আক্রমণ শানান। সেখানেও তাঁর মূল লক্ষ্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনেক দিন ধরেই শুভেন্দু অধিকারী (Suvendu adhikary) বলছেন, ডিসেম্বর মাসের কথা। ইতিমধ্যে ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। এদিনও তাঁর ভাষণে ডিসেম্বরের কথা উঠে এসেছে। সেখানে তিনি বিজয় মিছিল বার করার কথা বলেছেন। তবে এদিন তিনি গুজরাত নির্বাচনের কথা উল্লেখ করেন।

শুভেন্দুর অভিযোগ, ডায়মন্ড হারবারে তাঁর সভা বানচাল করার জন্য শুক্রবার রাত থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নানা চেষ্টা করেছে। ডেকোরেটরকে হুমকি দেওয়া হয়েছে। একাধিক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। অন্তত জনা চল্লিশ কর্মী জখম হয়েছেন। তিনি জানান, এদিন সকাল থেকেও একাধিক জায়গায় বিজেপির মিছিল বা গাড়ি আটকে দেয় তৃণমূল বাহিনী। হটুগঞ্জে এর প্রতিবাদে বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন। অনেক জায়গায় বাঁশ দিয়ে ব্যারিকেড  করা হয় বিজেপির গাড়ি আটকাতে। এত সবের পরেও তাঁর দাবি, অনেক চেষ্টা করেও তৃণমূল তাঁর সভা বানচাল করতে পারেনি।

তৃণমূলের পাল্টা অভিযোগ, হটুগঞ্জে বিজেপির দুষ্কৃতীরা তাঁদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। একাধিক মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় রাস্তার উপরে। বিজেপি অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।

এদিন শুভেন্দুর সুরেই খেলার কথা শোনা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের গলায়। তিনি জনতার উদ্দেশে বলেন, খেলার জন্য আপনারা প্রস্তুত তো? পঞ্চায়েত ভোটে কিন্তু খেলতে হবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | বিষ্ণুপুরে কোন দল এগিয়ে?
04:39
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | নির্বাচনের আগে আসুন একে একে মোদিজির জুমলাগুলো মনে করিয়ে দিই (পর্ব - ১)
11:47
Video thumbnail
আজকে (Aajke) | জিতলে ভাইপোকে জেলে পুরব, ২০২৫-এই ভোট করাব
07:52
Video thumbnail
Politics | পলিটিক্স (07 May, 2024)
12:28
Video thumbnail
Beyond Politics | ভাইরাল ভিডিওর সত্যি-মিথ্যে
07:50
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | এখনই বাতিল নয় ২৬ হাজার চাকরি, বেতন ফেরতের নির্দেশেও সুপ্রিম স্থগিতাদেশ
35:28
Video thumbnail
Loksabha Election 2024 | বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
10:50
Video thumbnail
সেরা ১০ | আপাতত চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ে বড় সিদ্ধান্ত
18:06
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | রেশন দিতে কত টাকা লাগে? : মমতা বন্দ্যোপাধ্যায়
04:34
Video thumbnail
SSC Scam | বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
07:06