Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকMelbourne ISKCON Temple: অস্ট্রেলিয়ায় ইসকন মন্দিরে খলিস্তানপন্থী স্লোগান

Melbourne ISKCON Temple: অস্ট্রেলিয়ায় ইসকন মন্দিরে খলিস্তানপন্থী স্লোগান

Follow Us :

মেলবোর্ন: অস্ট্রেলিয়ায় (Australia) ফের একটি হিন্দু মন্দিরের (Hindu Temple) পাঁচিলের গায়ে ভারত-বিরোধী (Anti India) খলিস্তানপন্থী (Pro Khalistan) স্লোগান (Defaced With Graffiti) পড়ল। কয়েকদিন আগে ভিক্টোরিয়ায় একইভাবে অন্য একটি মন্দিরে খলিস্তানপন্থীরা দেওয়ালে স্লোগান লিখেছিল। সোমবার সকালে অ্যালবার্ট পার্কের ইসকন মন্দিরের (ISKCON Temple) পাঁচিলের গায়ে দেখা যায়, লেখা রয়েছে খলিস্তান জিন্দাবাদ, হিন্দুস্থান মুর্দাবাদ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই একই স্লোগান পড়েছিল ভিক্টোরিয়ার শ্রীশিববিষ্ণু মন্দিরে। একমাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার হিন্দু মন্দিরে এ ধরনের স্লোগান লেখা হল।

অস্ট্রেলিয়া টুডে-তে প্রকাশিত সংবাদে জানা গিয়েছে, মেলবোর্নের (Melbourne) ভক্তিযোগ আন্দোলনের একটি মন্দিরের গায়ে এই স্লোগান লেখা দেখা যায়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এরকম একটি পবিত্র স্থানকে অপবিত্র করার ঘটনায় তারা স্তম্ভিত। দুদিন আগেই ভিক্টোরিয়ার বিভিন্ন ধর্মাবলম্বী নেতারা মাল্টিকালচারাল কমিশনের সঙ্গে এ ধরনের বিশৃঙ্খলা নিয়ে বৈঠক করে।

আরও পড়ুন: Mamata Banerjee: মোদির নাম না করে বিজেপিকে নিশানা মমতার

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি মেলবোর্নেরই স্বামী নারায়ণ মন্দিরেও ভারত বিরোধী স্লোগান লেখা হয়েছিল। তার ৫ দিন পরেই ক্যাররাম ডাউনসের শিববিষ্ণু মন্দিরে ভক্তরা যখন পোঙ্গল উৎসব পালন করতে এসেছিলেন, তখনই দেওয়ালে লিখে দিয়ে চলে যায় কেউ বা কারা। একের পর এক এ ধরনের ঘটনায় অস্ট্রেলিয়ায় বসবাসকারী হিন্দু-জৈন-শিখ সম্প্রদায়ের মানুষ খুবই অসন্তুষ্ট।

ইসকন মন্দির কর্তৃপক্ষ ভিক্টোরিয়া পুলিশে একটি অভিযোগ দায়ের করেছে। সিসি টিভির ফুটেজ স্ক্যান করে পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। ভারতও একের পর এক মন্দিরে এ ধরনের ঘটনায় অস্ট্রেলিয়া সরকারের কাছে তদন্তের আবেদন জানিয়েছে। গত সপ্তাহেই বিদেশ মন্ত্রক অস্ট্রেলিয়াকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। বিদেশ মুখপাত্র অরিন্দম বাগচী জানান, আমরা বিষয়টি ক্যানবেরা এবং নয়াদিল্লিস্থিত দূতাবাস দুদিকেই জানিয়েছি। বাগচী বলেন, মন্দিরে এই ঘটনার তীব্র নিন্দা করে ভারত।

RELATED ARTICLES

Most Popular