Placeholder canvas

Placeholder canvas
HomeদেশChitra Subramaniam: নিউজ নেশন কর্তৃপক্ষের নির্দেশের বিরুদ্ধে কলম ধরলেন সাংবাদিক চিত্রা সুব্রহ্মণ্যম

Chitra Subramaniam: নিউজ নেশন কর্তৃপক্ষের নির্দেশের বিরুদ্ধে কলম ধরলেন সাংবাদিক চিত্রা সুব্রহ্মণ্যম

Follow Us :

নয়াদিল্লি: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা ধরনের জনবিরোধী কাজের অভিযোগ উঠছে লাগাতারভাবে৷ এর জেরে চলেছে প্রতিবাদও৷ তবে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সেই প্রতিবাদে কর্ণপাত করতে নারাজ৷ অভিযোগ, অনেকক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিরোধীদের মুখবন্ধ করে একতরফাভাবে৷ রেহাই পাচ্ছে না সংবাদমাধ্যমও।  বিজেপি ভজনা না করলেই নানাভাবে আক্রমণ নেমে আসছে সংবাদমাধ্যমের উপর।

এর বিরুদ্ধে কলম ধরেছেন বিশিষ্ট সাংবাদিক তথা নিবন্ধকার চিত্রা সুব্রহ্মণ্যম (Chitra Subramaniam)৷ ‘দি প্রোব’-এ এসম্পর্কিত একটি প্রতিবেদন লিখেছেন চিত্রা৷ জানা গিয়েছে, সম্প্রতি ‘নিউজ নেশন’ নামে একটি হিন্দি নিউজ চ্যানেল কর্তৃপক্ষ তাঁদের সাংবাদিকদের নির্দেশ দিয়েছে, কোনও বিজেপি নেতার বিরুদ্ধেই খবরাখবর সম্প্রচারিত করা যাবে না৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একটি কথাও বলা যাবে না৷ এছাড়া আরও নির্দেশ দেওয়া হয়েছে, বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে খবরাখবর করতে হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে প্ররোচিত করার মতো উপাদানও থাকতে হবে খবর সম্প্রচারে। 

এর বিরুদ্ধেই ‘দি প্রোব’-এ কলম ধরেছেন বিশিষ্ট সাংবাদিক চিত্রা। তিনি লিখেছেন, বর্তমানে অধিকাংশ সংবাদমাধ্যমে সাংবাদিকতার নামে যা চলছে তাকে কোনওভাবেই যথার্থ সাংবাদিকতা বলা যায় না৷ সংখ্যালঘু কিশোর-কিশোরীদের ‘নিউজ নেশন’ চ্যানেলের সাংবাদিকরা এমন সমস্ত বিষয়ে প্রশ্ন করেছেন যেসব বিষয়ে ওদের জ্ঞান সীমিত অথবা বিষয়টি ওদের অজানা৷ এরপর সেই বক্তব্যই চ্যানেলে সম্প্রচার করা হয়েছে ওই কিশোর-কিশোরীদের ভাবমূর্তি খাটো করে দেখাতে৷

আরও পড়ুন: সংখ্যালঘুদের কাছে পৌঁছাতে সক্রিয় সঙ্ঘ প্রধান, গেলেন দিল্লির মসজিদে

‘নিউজ নেশন’-এর ওই নির্দেশের কথা ফাঁস করেন সেখানকারই এক প্রাক্তন সাংবাদিক৷ এরপর প্রতিবাদ জানাতে চিত্রা ‘দি প্রোবে’ লিখেছেন, মোদি জমানায় সাংবাদিকদের স্বাধীনতা তলানিতে এসে ঠেকেছে। সাংবাদিকরাও তোষামোদে গদগদ হয়ে উঠেছেন।  যা চলছে, তা আদৌ সাংবাদিকতা নয়। প্রবীণ সাংবাদিকের প্রশ্ন, আপনারা সাংবাদিকতার নামে ঢাকঢোল পিটিয়ে আর কত মিথ্যা ছড়িয়ে দেবেন?

এর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন চিত্রা৷ তাঁর বক্তব্য, সাংবাদিকতা এক মহান পেশা৷ তিনি নিজে সাংবাদিক হিসেবে সত্যিকারের কিছু কাজ করার চেষ্টা করেছেন৷ ভারতে সাংবাদিকতা করে তিনি যথেষ্ট মর্যাদালাভও করেছেন৷ কলম যে তরোয়ালের চেয়ে শক্তিশালী, তা নিতান্তই কথার কথা নয় এটাই মনে করিয়ে দিয়েছেন চিত্রা৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে কোন দল এগিয়ে?
06:35
Video thumbnail
আজকে (Aajke) | কুণাল ঘোষ তৃণমূলের একজিমা
07:21
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar |এবারের নির্বাচনে গোবলয় থেকে পঞ্জাব হরিয়ানাতে হার-জিত ঠিক করবে কৃষকেরা
14:22
Video thumbnail
Beyond Politics | মঙ্গলসূত্র কেড়ে নেবে ওরা?
10:44
Video thumbnail
Politics | পলিটিক্স (02 May, 2024)
12:48
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ঠিক কী অভিযোগ করলেন মহিলা?
38:08
Video thumbnail
সেরা ১০ | খড়গ্রামের পর বাঁকড়া, ভোটের আবহে হাওড়ায় গুলি
16:45
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | চারিদিক জ্বলছে, মানুষ জ্বলছে : মমতা
05:26
Video thumbnail
নারদ নারদ | অবৈধ বালি খাদান বন্ধের কড়া বার্তা হাইকোর্টের, পুলিশকে ৩ মাসের সময়ে বেঁধে দিল আদালত
17:53
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56