Placeholder canvas

Placeholder canvas
HomeদেশRSS Chief: সংখ্যালঘুদের কাছে পৌঁছাতে সক্রিয় সঙ্ঘ প্রধান, গেলেন দিল্লির মসজিদে

RSS Chief: সংখ্যালঘুদের কাছে পৌঁছাতে সক্রিয় সঙ্ঘ প্রধান, গেলেন দিল্লির মসজিদে

Follow Us :

সংখ্যালঘুদের কাছে পৌঁছাতে এবার সক্রিয় হলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার দিল্লিতে ‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন’-এর প্রধান উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে কস্তুরবা গান্ধী মার্গের মসজিদে আলোচনায় বসেন তিনি। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা সে বৈঠকে ভাগবতের সঙ্গে ছিলেন কৃষ্ণ গোপাল, রাম লাল আর ইন্দ্রেশ কুমারের মত প্রথম সারির সঙ্ঘ কর্তারা। এর আগে মুসলিম বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠকে বসেন সঙ্ঘ-প্রধান। 

দেশে অসহিষ্ণুতার যে পরিবেশ তৈরি হয়েছে সে ব্যাপারে তিনিও যে যথেষ্ট উদ্বিগ্ন। অগাস্ট মাসে মুসলিম সম্প্রদায়ভুক্ত কয়েকজন বুদ্ধিজীবীদের সঙ্গে একান্ত বৈঠকে  তা জানিনে দেন আরএসএস প্রধান। দেশের প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশি সহ মোট পাঁচজন বুদ্ধিজীবীর সঙ্গে ওই একান্ত বৈঠকে সংখ্যালঘুদের জন্য উদ্বেগের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এক ঘন্টারও বেশি ওই আলোচনার শেষে সংঘ প্রধানের মৌখিক আশ্বাসে অন্তত খানিকটা আশ্বস্ত তাঁরা।

জ্ঞানবাপী মসজিদ নিয়ে সাম্প্রতিক বিতর্কের আবহে মোহন ভাগবতের একটি মন্তব্যের পরে ওই বৈঠকে বসার জন্য সময় চান কুরেশিরা। সংঘ প্রধান প্রশ্ন তুলেছিলেন, সব মসজিদের তলায় শিবলিঙ্গ খোঁজার প্রয়োজন কি। একইসঙ্গে তিনি  জানিয়ে দেন, রাষ্ট্রীয স্বযংসেবক সংঘ এব্যাপারে বাড়তি উদ্যোগী হওয়ার কোনও প্রয়োজন বোধ করছে না। 

কুরেশি ছাড়াও ওই প্রতিনিধি দলে ছিলেন দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আচার্য জমিরউদ্দিন শাহ প্রমুখ। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, তাঁদের সঙ্গে আলোচনায় ভাগবত জানান, দেশে ক্রমেই বেড়ে চলা অসহিষ্ণুতার এই পরিবেশে তিনি একেবারেই খুশি নন। 

সংখ্যালঘু বুদ্ধিজীবীরা দাবি করেন, দেশে বেশ কিছু উগ্র দক্ষিণপন্থী মুসলিমদের জেহাদি বা পাকিস্তানি-র মত শব্দ ব্যবহার করে আক্রমণ করেন। তাঁরা প্রতি মুহূর্তে মুসলিমদের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলেন। ভাগবত এই ব্যাপারে আলোচনায় তাঁদের উদ্বেগের বিষয়টি যে যুক্তিযুক্ত তা স্বীকার করে নেন, জানিয়েছেন এস ওয়াই কুরেশি। সংঘ প্রধানের এহেন বক্তব্য তাঁদের আগামীদিনে কতটা আশ্বস্ত রাখে আপাতত সেদিকেই অপেক্ষায় থাকবেন সংখ্যালঘুরা।           

মোহন ভাগবত। বৃহস্পতিবার দিল্লিতে ‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন’-এর প্রধান উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে কস্তুরবা গান্ধী মার্গের মসজিদে আলোচনায় বসেন তিনি। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা সে বৈঠকে ভাগবতের সঙ্গে ছিলেন কৃষ্ণ গোপাল, রাম লাল আর ইন্দ্রেশ কুমারের মত প্রথম সারির সঙ্ঘ কর্তারা। এর আগে মুসলিম বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠকে বসেন সঙ্ঘ-প্রধান। 

দেশে অসহিষ্ণুতার যে পরিবেশ তৈরি হয়েছে সে ব্যাপারে তিনিও যে যথেষ্ট উদ্বিগ্ন। অগাস্ট মাসে মুসলিম সম্প্রদায়ভুক্ত কয়েকজন বুদ্ধিজীবীদের সঙ্গে একান্ত বৈঠকে  তা জানিনে দেন আরএসএস প্রধান। দেশের প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশি সহ মোট পাঁচজন বুদ্ধিজীবীর সঙ্গে ওই একান্ত বৈঠকে সংখ্যালঘুদের জন্য উদ্বেগের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এক ঘন্টারও বেশি ওই আলোচনার শেষে সংঘ প্রধানের মৌখিক আশ্বাসে অন্তত খানিকটা আশ্বস্ত তাঁরা।

জ্ঞানবাপী মসজিদ নিয়ে সাম্প্রতিক বিতর্কের আবহে মোহন ভাগবতের একটি মন্তব্যের পরে ওই বৈঠকে বসার জন্য সময় চান কুরেশিরা। সংঘ প্রধান প্রশ্ন তুলেছিলেন, সব মসজিদের তলায় শিবলিঙ্গ খোঁজার প্রয়োজন কি। একইসঙ্গে তিনি  জানিয়ে দেন, রাষ্ট্রীয স্বযংসেবক সংঘ এব্যাপারে বাড়তি উদ্যোগী হওয়ার কোনও প্রয়োজন বোধ করছে না। 

কুরেশি ছাড়াও ওই প্রতিনিধি দলে ছিলেন দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আচার্য জমিরউদ্দিন শাহ প্রমুখ। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, তাঁদের সঙ্গে আলোচনায় ভাগবত জানান, দেশে ক্রমেই বেড়ে চলা অসহিষ্ণুতার এই পরিবেশে তিনি একেবারেই খুশি নন। 

সংখ্যালঘু বুদ্ধিজীবীরা দাবি করেন, দেশে বেশ কিছু উগ্র দক্ষিণপন্থী মুসলিমদের জেহাদি বা পাকিস্তানি-র মত শব্দ ব্যবহার করে আক্রমণ করেন। তাঁরা প্রতি মুহূর্তে মুসলিমদের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলেন। ভাগবত এই ব্যাপারে আলোচনায় তাঁদের উদ্বেগের বিষয়টি যে যুক্তিযুক্ত তা স্বীকার করে নেন, জানিয়েছেন এস ওয়াই কুরেশি। সংঘ প্রধানের এহেন বক্তব্য তাঁদের আগামীদিনে কতটা আশ্বস্ত রাখে আপাতত সেদিকেই অপেক্ষায় থাকবেন সংখ্যালঘুরা।           

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sandeshkhali | ভোটের বাংলায় সন্দেশখালিতে বেনজির ছবি, অস্ত্র উদ্ধারের সব তথ্য কমিশনে জানাবে সিবিআই
06:20
Video thumbnail
Sandeshkhali | ভোটের বাংলায় সন্দেশখালিতে বিপুল অস্ত্রের খোঁজ !
02:43
Video thumbnail
Politics | পলিটিক্স (26 April, 2024)
13:28
Video thumbnail
CBI Raid At Sandeshkhali | আবু তালেবের খোঁজে তল্লাশি সিবিআইয়ের
03:09
Video thumbnail
Sandeshkhali | শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল
07:01
Video thumbnail
Sandeshkhali | আবু তালেবের বাড়িতে কেন বিপুল অস্ত্র?
05:34
Video thumbnail
Debashis Dhar | বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল
03:53
Video thumbnail
Raju Bista | ভোটের দিন মেজাজ হারালেন রাজু বিস্তা, চোপড়ার একাধিক বুথে ফের নির্বাচনের দাবি
03:55
Video thumbnail
Sandeshkhali | শাহজাহান-গড়ে CBI তল্লাশিতে দেশি-বিদেশি রিভলভার সহ বিপুল অস্ত্র উদ্ধারের দাবি
04:11
Video thumbnail
Sandeshkhali | আবু তালেবের বাড়িতে কেন বিপুল অস্ত্র? শাহজাহান সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার
03:55