Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাTropical Medicine Lab: ভাইরাস চিহ্নিত করার উন্নত মানের ল্যাবরেটরি চালু হল স্কুল...

Tropical Medicine Lab: ভাইরাস চিহ্নিত করার উন্নত মানের ল্যাবরেটরি চালু হল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে

Follow Us :

কলকাতা: অনেকে বলছেন ভাইরাসের (Virus) হানাদারি এই যুগে অন্যতম বড় বিপদ (Danger)। বিশেষ করে করোনা (Corona) ভাইরাস আমাদের চমকে দিয়েছে। কোনও অজানা ভাইরাস চিহ্নিত করা যাবে কী করে?  উন্নত (Devolop) ব্যবস্থায় (System) জেনোম সিকোয়েন্সিংয়ের (Zenome Sequencing) মাধ্যমে এবার ভাইরাস চিহ্নিত করার জন্য রাজ্য সরকারের উদ্যোগে চালু হল নতুন ল্যাবরেটরি (Laboratory)। বিভিন্ন নমুনা (Sample) থেকে ভাইরাস (Virus) চিহ্নিত (Detect) করা যাবে সেখানে।

অজানা ভাইরাস নির্ণয় করতে আর ভিন রাজ্যে (Others State) ছুটতে হবে না। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নেক্সট জেনারেশন জেনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরির উদ্বোধন হল কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। সেখানে সপ্তাহে অন্তত ১০০টি ভাইরাসের (Virus) নমুনা পরীক্ষা (Sample Test) করা যাবে। যত দ্রুত সম্ভব তা চালু হতে চলেছে। বৃহস্পতিবার ট্রপিক্যাল মেডিসিন বিল্ডিংয়ের ষষ্ঠতলায় এর উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব (Health Secretary) নারাণস্বরূপ নিগম (Narayanswarup Nigam)। এই ল্যাবরেটরির কাজে যাঁরা যুক্ত থাকবেন তাঁদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। শুরুতে সপ্তাহে চারটি করে নমুনা পরীক্ষা করা হবে। এমনই জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ভাস্বতী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: SSC Scam: সুবীরেশের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে, পরবর্তী শুনানি ২১ ডিসেম্বর

ল্যাবটির উদ্বোধক (Inaugaration) স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নেক্সট জেনারেশন (Next Generation) জেনোম ল্যাব রাজ্যে এই প্রথম স্থাপন করা হলো। তা হল খাস কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনার সময় ওই জেনোম সিকোয়েনসিং ল্যাবরেটরির উপর সব চেয়ে বেশি নির্ভর (Depend) করতে হয়েছিল।

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular