skip to content
Monday, June 24, 2024

skip to content
Homeলাইফস্টাইলBenefits of face Serum: জানেন কি ত্বকের হারানো জৌলুস ফেরাতে ক্রিমের থেকেও...

Benefits of face Serum: জানেন কি ত্বকের হারানো জৌলুস ফেরাতে ক্রিমের থেকেও ভাল কাজ করে সেরাম

Follow Us :

ত্বকের পরিচর্যায় সেরামের (serum) ব্যবহার নতুন নয় তবে এখনও অনেকেই সেরামের(serum) ব্যবহার করতে গিয়ে এখনও দু’বার ভাবেন। তবে মুখের ব্রণ থেকে শুরু করে, তৈলাক্ত ত্বকের(oily skin) সমস্যা, শুষ্ক ত্বকে(dry skin) আর্দ্রতার জোগান দেওয়া সহ ত্বকের আরও একাধিক সমস্যার সহজ সমাধান করতে ক্রিমের(cream) থেকেও ভাল কাজ করে এই সেরাম(serum)। কারণ এই সেরাম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট(active ingredients in serum) দিয়ে তৈরি করা হয় যা ত্বকের বিশেষ কোনও সমস্যার সমাধান করতে লাগাতার কাজ করে চলে। তাই সেরামের(serum) এই জনপ্রিয়তা অকারণে নয় ত্বকের সব সমস্যার সমাধান করে ত্বকের হারানো জৌলুস ফিরিয়ে আনা ও ত্বকের সৌন্দর্য্য বাড়িয়ে তোলে দ্রুত।

তাই কেন এই সব সেরাম(serum) এত কার্যকরী ও কীভাবে আপনার ত্বকের সঙ্গে মানানসই সেরাম(serum) বাছবেন তা জেনে নিন-

১. ফেস সেরাম(face serum) খুব সহজেই ব্যবহার করা যায়। এই সেরাম(serum) ত্বকে প্রয়োজনীয় পুষ্টি(nutrition) জোগায় ও গোটা দিনের ধকলের জন্য ত্বককে তৈরি করে দেয়।

২. হায়ালিউরোনিক অ্যাসিড(hyaluronic acid), নিয়াসিনামাইড(niacinamide) বা স্যালিসাইলিক অ্যাসিড(salicylic acid ), ত্বক গোটা দিন হাইড্রেটেড(hydrated) ও তরতাজা(rejuvenate) রাখতে এই তিনটি উপকরণের জবাব নেই।

৩. সেরাম(serum) ব্যবহার করা বেশ সহজ। আঙুলের ডগায় কয়েক ফোঁটা এই বিউটি টনিক(beauty tonic) নিয়ে মুখে ও গলায় ভাল করে লাগিয়ে নিন। তবে ত্বকে জোর দেবেন না। হালকা হাতে মুখে ও গলায় লাগিয়ে নিতে হবে। একটু পরেই দেখবেন ত্বক তুলনামূলক উজ্জ্বল হয়ে উঠবে।

৪. ময়শ্চারাইজারের(moisturiser) তুলনায় সেরামের(serum) ছোট ছোট কণা(molecules) সহজেই ত্বকের গভীরে প্রবেশ করে। এর ফলে সেরামে থাকা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট(active ingredients) প্রচুর পরিমানে ত্বকের ভিতরে ঢুকে পরে।

৫. ত্বকের পরিচর্যায় সেরাম ব্যবহার করবেন ঠিক করলে এমন সব সেরাম বাছুন যাতে হায়ালিউরোনিক অ্যাসিড ও স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে।  এই সব উপাদান জৌলুসহীন ত্বক, শুষ্ক ত্বক, ব্রণ সেরে গেলে দাগছোপ  কিংবা পিগমেন্টেশন থাকলে তা সারিয়ে তুলে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে।

তবে সেরাম বাছার আগে এই বিষয়গুলো মাথায় রাখা দরকার-

১. ত্বকের ধরণ বুঝে তবে সেই অনুযায়ী সেরাম ব্যবহার করুন। ত্বকের ধরণ বুঝতে ঘুম থেকে উঠে মুখের রোমকূপ কেমন এবং ঘুম থেকে উঠে ত্বক কেমন থাকে তা দেখে নিন।

২. ব্রণ প্রবণ ত্বক(acne prone skin) হলে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সেরাম(serum with salicylic acid) ব্যবহার করুন ভাল কাজ করবে। এক্ষেত্রে এমন একটা সেরাম বাছুন যাতে অন্তত ২শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে। এই অ্যাসিড ত্বকের মৃত কোষ পরিষ্কার করে দেয়। তেলের নিঃসরণ নিয়ন্ত্রণে রাখে এবং রোমকূপের মুখ বন্ধ হতে দেয় না।

৩. মুখে দাগছোপ থাকলে নিয়াসিনামাইড যুক্ত সেরাম বাছুন। এই সেরাম মুখের দাগছোপ ও পিগমেন্টেশন পরিষ্কার করে ত্বক মসৃণ করে তোলে। এটি সব ধরনের ত্বকের জন্য উপকারী। ব্রণর কারণে মুখে লালচে ভাব এবং সেবামের অতিরিক্ত নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এই নিয়াসিনামাইড যুক্ত সেরাম ব্যবহার করা মাত্রই ত্বকের হারানো জেল্লা ফিরে আসে।

৪. ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে হায়ালিউরোনিক অ্যাসিড, সিউইড ও চিয়া বীজ যুক্ত সেরাম ব্যবহার করতে পারেন। এই উপকরণগুলি ত্বক ময়শ্চারাইজ করে ও ত্বকে ভাল পুষ্টি জোগায়।  অধিকাংশ হাইড্রেটিং ফেস সেরামে প্রো-ভিটামিন বিফাইভ থাকে। এই উপকরণ হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে এবং ত্বক তরতাজা করে তোলে এবং শুষ্ক ত্বক হাইড্রেট করে তোলে। এর ফলে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল দেখায়।

৫. পাওয়ার প্যাক্টড উপকরণ যু্ক্ত সেরাম ব্যবহার করতে পারেন।  এ ক্ষেত্রে এমন একটা সেরাম ব্যবহার করুন যাতে ভিটামিন সি রয়েছে।  অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভিটামিন সি ভীষণ শক্তিশালী এবং এটা কালো দাগছোপ, ত্বকের জৌলুসহীনতা দূর করে ত্বকের উজ্জ্বল বাড়িয়ে তোলে।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rachana Banerjee | সংসদে পা রচনার, সেলফি তুললেন কি?
00:00
Video thumbnail
Sayani Ghosh | প্রথমবার সাংসদ দিল্লি গিয়ে কী করলেন সায়নী?
00:00
Video thumbnail
Arvind Kejriwal | মিলল না রেহাই ২৬ তারিখ কী আছে কেজরিওয়ালের ভাগ্যে?
00:00
Video thumbnail
Kapil Dev | ভারতের প্রথম বিশ্বকাপ জয়, Exclusive Podcast সঙ্গে কপিল দেব
00:00
Video thumbnail
Mamata Banerjee | মমতার নজরে পুরসভা, নবান্নে ডাক পুর-বৈঠকের, বাদ গেলেন কারা?
00:00
Video thumbnail
Narendra Modi | লোকসভায় সংঘাত আবহে শপথ নিচ্ছেন মোদি, বাইরে চলছে ধরনা
00:00
Video thumbnail
Parliament Session LIVE | সংঘাতের আবহেই শুরু লোকসভা অধিবেশন, দেখুন LIVE
00:00
Video thumbnail
Nitish Kumar | Chandrababu Naidu | নীতীশ-নাইডুর চাপ! স্পিকার নিয়ে জট কাটলো না এনডিএ-তে?
00:00
Video thumbnail
Amit Shah | N. Chandrababu Naidu | স্পিকার পদ নিয়ে নাইডুকে ফোন শাহর! কোন দাবিতে অনড় টিডিপি ?
00:00
Video thumbnail
Dharmendra Pradhan | নেট-নিট লজ্জা! শেম শেম স্লোগানের মাঝেই সংসদে শপথ ধর্মেন্দ্রর, দেখুন কী হল তারপর
00:00