Placeholder canvas

Placeholder canvas
Homeদেশনদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ১৫ জন, চাঞ্চল্য

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ১৫ জন, চাঞ্চল্য

Follow Us :

লখনউ: সরযূ নদীতে স্নান করতে নেমেছিল ১৫ জনের একটি দল৷ কিন্তু জলে নামার পরই ঘটল বিপত্তি৷ স্নান করতে গিয়ে তলিয়ে যান সকলে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)৷ স্থানীয়দের মদতে ৯ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ ৬ জন৷

আরও পড়ুন: দেশে ডেল্টার নয়া ‘দোসর’ কাপ্পা , যোগীরাজ্যে মৃত ১

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya)৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও জেলার আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ অযোধ্যার জেলাশাসক অনুজ কুমার ঝা জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে৷ ৯ জনকে উদ্ধার করা গিয়েছে৷

শুক্রবার সকালে অযোধ্যার বিখ্যাত গুপ্তকার ঘাটে স্নান করতে নামে ওই ১৫ জন৷ স্থানীয়রা জানিয়েছেন, দলটি আগ্রা থেকে এসেছিল৷ সকলেই একই পরিবারের সদস্য৷ অযোধ্যায় বিভিন্ন মন্দির দর্শনে এসেছিল তারা৷ সকলেই সরযূ নদীতে স্নান করতে নেমেছিল৷ কিন্তু জলে স্রোত খুব বেশি থাকায় ১৫ জনই ভেসে যায়৷ প্রথমে স্থানীয়রাই তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে৷ পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷

আরও পড়ুন: আদালতে গরহাজির, ‘অসুস্থ’ বিজেপি সাংসদের নাচের ভিডিও ভাইরাল

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয়দের তৎপরতায় মোট ৯ জনকে উদ্ধার করা গিয়েছে৷ তবে তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক৷ নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷ এদিকে ৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ তাদের খোঁজে তল্লাশি চলছে৷

RELATED ARTICLES

Most Popular