Homeদেশফিনাইল খেয়ে তল্লাশিতে বাধা, সরকারি কর্মীর বাড়ি থেকে উদ্ধার ৮৫ লক্ষ টাকা

ফিনাইল খেয়ে তল্লাশিতে বাধা, সরকারি কর্মীর বাড়ি থেকে উদ্ধার ৮৫ লক্ষ টাকা

Follow Us :

ভোপাল: আয়বর্হিভূত সম্পত্তির মামলায় এক সরকারি কর্মচারির বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন অর্থনৈতিক অপরাধ দমন শাখার আধিকারিকরা৷ প্রথমে তাঁদের ঘরে ঢুকতে বাধা তারপর তল্লাশি আটকাতে ফিনাইল খেয়ে নেন ওই সরকারি কর্মী৷ সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ায় তাঁর প্রাণ বেঁচে যায়৷ এখন তিনি স্থিতিশীল আছেন৷ তবে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৮৫ লক্ষ টাকা৷

যাঁর বাড়ি থেকে ওই টাকা উদ্ধার হয়েছে তিনি মধ্যপ্রদেশের একটি স্বাস্থ্য দফতরে কেরানির চাকরি করেন৷ বুধবার তাঁর ভোপালের বাড়ি থেকে উদ্ধার হয় ওই বিপুল অঙ্কের টাকা৷ পুলিস সুপার রাজেশ মিশ্র বলেন, ‘আজ সকালে অর্থনৈতিক অপরাধ দমন শাখার একটি টিম হিরো কেশয়ানি নামে ওই কর্মীর বাড়িতে তল্লাশিতে গিয়েছিল৷ অভিযুক্তের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ রয়েছে৷’ জানা গিয়েছে, প্রথমে কেশয়ানি তদন্তকারী দলকে বাড়িতে ঢুকতে বাধা দেন৷ তাঁকে ঠেলে ভিতরে ঢুকে ঘরে তল্লাশি চালাতে থাকেন অফিসাররা৷ সেই সময় তিনি ফিনাইল জাতীয় কিছু খেয়ে নেন৷ ঘটনায় হকচকিয়ে যাওয়া তদন্তকারীরা তড়িঘড়ি তাঁকে নিয়ে যান সরকারি হাসপাতালে৷ পুলিস সুপার জানান, কেশয়ানির অবস্থা এখন স্থিতিশীল৷ তাঁর বাড়ি থেকে ৮৫ লক্ষ টাকা উদ্ধারের পাশাপাশি বেশ কিছু স্থাবর ও অস্থাবর সম্পত্তির খোঁজ মিলেছে৷

জানা গিয়েছে, কেশয়ানি মাত্র চার হাজার টাকা বেতনে চাকরিতে যোগ দেন৷ এখন তিনি প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন পান৷ তারপরেও তিনি যা সম্পত্তি বানিয়েছেন তা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়৷ তাই সুস্থ হয়ে উঠলে কেশয়ানিকে তাঁর বিপুল সম্পত্তির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা৷

RELATED ARTICLES

Most Popular