Placeholder canvas

Placeholder canvas
Homeদেশউপত্যকায় বড় সাফল্য, বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি

উপত্যকায় বড় সাফল্য, বারামুল্লায় এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি

Follow Us :

শ্রীনগর: উপত্যকায় সেনার বড়সড় সাফল্য। শনিবার সকালে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লায় (Baramulla) জঙ্গি দমন অভিযান শুরু হয়। শুরু হয় গুলির লড়াই। শেষ খবর অনুযায়ী, এনকাউন্টারে (Encounter) তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও অভিযান জারি রয়েছে। লুকিয়ে থাকা বাকি জঙ্গিদেরও খোঁজ করা হচ্ছে।

কাশ্মীর জ়োন পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বারামুল্লার উরি সেক্টরের হাথলাঙ্গা এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু হয়। সেনা-নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর। এখনও অবধি তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এরমধ্যে দুইজন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় জঙ্গির দেহ উদ্ধার করার চেষ্টা করা হলেও, নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা পাকিস্তানি সেনা গুলি চালানোয় সেই প্রচেষ্টা স্থগিত রাখতে বাধ্য হয় সেনা।

আরও পড়ুন: করোনাকেও ছাপিয়ে যাচ্ছে নিপা, মৃত্যুর হার কোভিডের চেয়ে বেশি!

প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকে অনন্তনাগে শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। চলতি সপ্তাহের বুধবারই কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে গিয়ে মৃত্যু হয় ভারতীয় সেনার (Indian Army) দুই আধিকারিক ও কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ কর্তার। শুক্রবার সকালে আহত আরও এক জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনার পর বারামুল্লায় এনকাউন্টারে জঙ্গি নিকেশকে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। শুক্রবারই জানা গিয়েছিল, যে জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। গোপন ডেরা থেকে জঙ্গিদের বের করতে শুক্রবারই আইইডি বিস্ফোরক, রকেট লঞ্চার আনা হয়। আইইডি বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিদের গোপন ডেরা থেকে বের করার চেষ্টা করা হচ্ছিল। আজ সকালেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

RELATED ARTICLES

Most Popular