Placeholder canvas

Placeholder canvas
HomeদেশAllahabad High Court | যোগী রাজ্যের বাতিল চাকরি বহাল এলাহাবাদ হাইকোর্টের রায়ে

Allahabad High Court | যোগী রাজ্যের বাতিল চাকরি বহাল এলাহাবাদ হাইকোর্টের রায়ে

Follow Us :

লখনউ: স্বস্তি চাকরিপ্রার্থীদের। সোমবার এলাহাবাদ হাইকোর্ট প্রাথমিক বিদ্যালয়ে ৬৯ হাজার সহকারী শিক্ষক নিয়োগে আবেদনকারীদের আবেদনপত্রে ত্রুটির কারণে বাতিল হয়েছিল। সেই কারণে উত্তরপ্রদেশ সরকার “শিক্ষা মিত্র” সম্পর্কিত আবেদনপত্রে অসঙ্গতি বা ত্রুটির কারণে বেশ কিছু প্রার্থীদের বাতিল করে দেয়। এই প্রেক্ষিতেই এদিন স্বস্তি মিলল চাকরিপ্রার্থীদের।

বিচারপতি ওম প্রকাশ শুক্লার বেঞ্চ পর্যবেক্ষণ করেছে জানিয়েছে, যদি কোনও প্রার্থী তাঁর অনলাইন আবেদনপত্রে কিছু তথ্য প্রদান করে তিনি নিজেকে কোনও সুবিধাজনক অবস্থানে রাখেন, তবে তাঁর আবেদন বাতিল হবে না। লখনউ হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি ওপি শুক্লা এই নির্দেশ দিয়েছেন। ৬৯ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ তালিকা পুনঃপ্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশটি বর্তমানে নির্বাচিত প্রার্থীদেরও প্রভাবিত করতে পারে। সরকার উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে কি না, সেটাই এখন দেখার।

গত ৬৯ হাজার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগে রিজার্ভেশন চাওয়া প্রার্থীরা বুধবার লখনউয়ে শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরে উপস্থিত হয়ে বাসভবন ঘেরাও করেন। লখনউ হাইকোর্ট সোমবার তাঁর আদেশে ৬৯ হাজার সহকারী শিক্ষক নিয়োগের তালিকাকে ভুল বলে বিবেচনা করেছেন। হাইকোর্ট জানায়, যে সরকারকে ওবিসি-এসসি শ্রেনির সম্পূর্ণ ২৭ শতাংশ এবং ২১ শতাংশ রিজার্ভেশন দেখাতে হবে সরকারি তালিকায় প্রার্থীদের বিভাগ, উপশ্রেণী সহ। রিজার্ভেশন কেলেঙ্কারির অভিযোগে প্রার্থীরা তিন বছর ধরে আন্দোলন করছিলেন। শিক্ষক নিয়োগে ১৯ হাজারের বেশি আসনে সংরক্ষণ কেলেঙ্কারির কথা উঠেছে।

আরও পড়ুন: Sagardighi | TMC | বায়রণ বিশ্বাসের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও তৃণমূলের

এক্ষেত্রে আবেদনকারীরা বলছেন, ১৯ হাজারের বেশি আসন সংরক্ষণের বিপরীতে সরকার মাত্র ৬৮০০ আসনে সংরক্ষণ করেছিল। আরও বলা হয়েছিল যে, ৫ জানুয়ারী ২০২২ সালে কেলেঙ্কারির কথা স্বীকার করে, ৬,৮০০ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। হাইকোর্ট ১৯ হাজারের বেশি রিজার্ভেশন কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত ৬,৮০০টি আসনে সংরক্ষণে অনিয়ম স্বীকার করার তালিকা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। ৩ মাসের মধ্যে পুরো তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট রিজার্ভেশন সম্পর্কিত প্রার্থীদের কথা সঠিক বলে মেনে নেয়। লখনউ হাইকোর্ট স্বীকার করে যে, নিয়োগে সংরক্ষণের কেলেঙ্কারি হয়েছে। ৮ ডিসেম্বর, ২০২২ সালে লখনউ হাইকোর্ট রিজার্ভেশন কেলেঙ্কারির বিষয়ে একটি আদেশ সংরক্ষণ করে।

হাইকোর্টের এই সিদ্ধান্তকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসাবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, সহকারী শিক্ষকের পদে নিয়োগ থেকে বঞ্চিত শিক্ষার্থীরাও এ নিয়ে লখনউ ও অন্যান্য জায়গায় বহুবার বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে এ বিষয়টি আদালতে তোলা হলে এদিন হাইকোর্ট এই রায় দেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP | ভোটের আগে উত্তপ্ত কেতুগ্রাম, BJP মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুর, হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
04:42
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | শেষ হল অন্ধকার, দুর্গাপুর সিটি সেন্টারে ফিরল আলো
02:13
Video thumbnail
Mamata Banerjee | তৃতীয় দফা ভোটের আগে আজ মালদায়ে জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী
03:19
Video thumbnail
Hasnabad News | হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণ, গ্রেফতার বিজেপি কর্মী
05:28
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | বন্ধ হল অবৈধ ভাবে পুকুর ভরাটের কাজ, উদ্যোগ পুরপ্রধানের
02:15
Video thumbnail
Hasnabad Arrest | হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণের ঘটনায় BJP নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস গ্রেফতার
03:23
Video thumbnail
Weather | আগামী ৭ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা কোন রাজ্যগুলিতে?
01:59
Video thumbnail
WBJEE 2024 | তাপপ্রবাহের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ কি ব্যবস্থা ?
05:04
Video thumbnail
Baguiati News | তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, পুলিশকে ঘিরে বিক্ষোভ, আটক ১৩
03:41
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
15:42