Placeholder canvas

Placeholder canvas
Homeদেশমানুষ বাঁচাতে বাঁদর ধরার নির্দেশ দিল হাইকোর্ট

মানুষ বাঁচাতে বাঁদর ধরার নির্দেশ দিল হাইকোর্ট

Follow Us :

বেঙ্গালুরু: দীর্ঘদিন ধরে বাঁদরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। বেজায় সমস্যা হচ্ছিল স্বাভাবিক জীবন যাপনে। দেবতা সমতুল বাঁদরকুলকে আঘাত করা যাচ্ছিল না ধর্মীয় কারণে। আবার পরিবেশজনিত কারণও ছিল। তাই তাড়িয়ে দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না আমজনতার। তাড়িয়ে দিলেও ফের তারা ফিরে আসছিল।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষকের শূন্য পদের জন্য প্রার্থীদের অনলাইন আবেদনের নির্দেশ পর্ষদের

এই অবস্থায় স্বস্তি পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিএস রাধানন্দন নামক এক ব্যক্তি। সেই আবেদনের ভিত্তিতে রায় দিয়েছে হাইকোর্ট। সাধারণ মানুষকে বাঁচাতে বাঁদরদের পাক্রাও করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ওই বেঞ্চের মাথায় রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি। তাঁর নেতৃত্বাধীন সরকার এবং পুরসভাকে বাঁদর ধরে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- বাদল অধিবেশন: প্রধানমন্ত্রীকে ফের পাপড়ি চাট ‘খাওয়ালেন’ ডেরেক

ঘটনাটি দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের। ওই রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরে মারাত্মক হারে বেড়ে গিয়েছে বাঁদরের উৎপাত। সেই সমস্যার সমাধানের জন্য আদালতে মামলা করেছিলেন বিএস রাধানন্দন। ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত বাঁদরের তাণ্ডবের ৫৬টি বড় ঘটনা ঘটেছে। সরকারি তথ্য এমনই জানাচ্ছে।

আরও পড়ুন-  মারাত্মক অভিযোগ সত্ত্বেও এফআইআর নয় কেন, মামলাকারীদের প্রশ্ন সুপ্রিমকোর্টের

এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি অভয় ওকা এবং এনএস সঞ্জয় গোদার ডিভিশন বেঞ্চে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে শহরে থাকা বাঁদরদের জন্য যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেদিকে নজর দিতে হবে সরকারকে। পাশাপাশি দেখতে হবে যাতে বাঁদরদেরও যাতে কোনও ক্ষতি না হয়। সেই কারণে শহরের সক্ল বাঁদরদের উপযুক্ত স্থানে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিল বেঙ্গালুরু হাইকোর্ট।

আরও পড়ুন- বিধায়ককে জুতো পরিয়ে দিচ্ছেন দেহরক্ষী, ভাইরাল ভিডিও

আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কর্ণাটক রাজ্য সরকার এবং বৃহৎ বেঙ্গালুরু মিউনিসিপ্যাল কর্পোরেশন বাঁদরের স্থানান্তরিত করার কাজ করবে। কোনও অবস্থাতেই যাতে বাঁদরদের কোনও ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়ার কথাও বলা হয়েছে আদালতের পক্ষ থেকে। এর আগে ওই রাজ্যের হাসান জেলায় ৩৮টি বাঁদরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল। ওই ধরণের ঘটনা যাতে ফের না ঘটে সেই কারণেই এই নির্দেশ আদালতের।

RELATED ARTICLES

Most Popular