Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsChopper crash: জেনারেল রাওয়াতের চপার ভাঙার ভিডিয়ো করা মোবাইল গেল ফরেন্সিকে

Chopper crash: জেনারেল রাওয়াতের চপার ভাঙার ভিডিয়ো করা মোবাইল গেল ফরেন্সিকে

Follow Us :

নয়াদিল্লি: সিডিসি বিপিন রাওয়াতের (Bipin Rawat) চপার দুর্ঘটনার (Chopper crash) ভিডিয়ো যে মোবাইল থেকে হয়েছিল সেটি ফরেন্সিক (forensic) পরীক্ষার জন্য পাঠানো হল৷ রবিবার পুলিস জানিয়েছে, মোবাইলটি কোয়েম্বাটুরের বাসিন্দা ফটোগ্রাফার জো’য়ের৷

গত ৮ ডিসেম্বর জো তাঁর পরিবার ও বন্ধুদের নিয়ে ছবি তোলার জন্য নীলগিরি জেলারলকাটেরি এলাকায় গিয়েছিলেন৷ তখন মাথার উপর দিয়ে চপার উড়ে যেতে দেখেই কৌতূহলবশত জো তাঁর মোবাইল ফোনে চপারের ভিডিও করেন৷ তার কিছুক্ষণ পরে চপারটি দুর্ঘটনার কবলে পড়ে৷ ভিডিয়োটিতে দেখা যায়, জঙ্গলের উপর দিয়ে উড়ে যেতে যেতে ঘন কুয়াশায় অদৃশ্য হয়ে যায়৷ সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরালপ হয়েছে৷

তারপরই জেলা পুলিস জো করে ডেকে পাঠায়৷ তদন্তের অংশ হিসাবে কোয়েম্বাটুরের ল্যাবে জো’য়ের মোবাইল ফরেন্সির পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ বন্য জীবজন্তুর চলাফেরার কারণে প্রবেশে নিষেধ থাকা সত্ত্বেও কেন জো ও তাঁর বন্ধুরা কেন গভীর জঙ্গলে গিয়েছিল সে বিষয়েও জিঞ্জাসাবাদ করা হবে৷

আরও পড়ুন-উত্তপ্ত জম্মু-কাশ্মীর, পুলওয়ামায় এনকাউন্টারে খতম ১ জঙ্গি

পাশাপাশি, স্থানীয় পুলিস ঘটনার দিনকার আবহাওয়া, তাপমাত্রা ইত্যাদির বিষয়ে তথ্য যোগাড় করেছে৷ চপার ভেঙ্গে পড়ার ঘটনাস্থল উপস্থিত ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে বলেও খবর৷

 

RELATED ARTICLES

Most Popular