Placeholder canvas

Placeholder canvas
Homeদেশমুনাবারের পর এ বার কুণাল কামরা, শাসক দলের হুমকিতে বন্ধ স্ট্যান্ড-আপ কমেডিয়ানের...

মুনাবারের পর এ বার কুণাল কামরা, শাসক দলের হুমকিতে বন্ধ স্ট্যান্ড-আপ কমেডিয়ানের শো

Follow Us :

বেঙ্গালুরু: মুনাবার ফারুকির (Munawar Farooqi) পর এ বার কুণাল কামরা (Kunal Kamra)। স্ট্যান্ড-আপ কমেডিয়ানের শো (Stand Up Comedy Show) বাতিল হয়ে গেল বেঙ্গালুরু শহরে (Bengaluru)। এ বারও সেই শাসক দলের হুমকি। শো বন্ধ না করলে আয়োজকদের দেখে নেওয়ার হুঁশিয়ারি। কারা দিল হুমকি? মুনাবার ফারুক বা কুণাল কামরার তীর্যক, চাঁচাছোলা সমালোচনা যাঁদের বদহজম হয়, হুমকি তাদের দিক থেকেই।

বুধবার খোঁচা মারা তীর্যক টুইটে স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল নিজেই শো বাতিলের কথা জানিয়েছেন। আগামী কুড়ি দিন ধরে বেঙ্গালুরু শহরে ওই শো হওয়া কথা ছিল। এর আগে মুনাবার ফারুকের শো-ও বেঙ্গালুরু শহরে বাতিল হয়ে যায়। মুনাবারকে শো করার অনুমতি দেয়নি পুলিস। বলা হয়, মুনাবার একজন ‘বিতর্কিত চরিত্র’। তাই তাঁকে বেঙ্গালুরু শহরে শো করার অনুমতি দেওয়া যাবে না। কুণাল কামরার শো বাতিল করার কারণ হিসেবে দু’টি কারণ দেখিয়েছেন আয়োজকরা।

Swara-Mamata
বিদ্বজ্জনেদের বৈঠকে কুণাল কামরার সঙ্গে মমতার পরিচয় করিয়ে দিচ্ছেন স্বরা ভাস্কর৷

মুনাবারের মত কুণালও বিজেপি সরকার বা নরেন্দ্র মোদির বিভিন্ন নীতির খোলামেলা সমালোচনা করে থাকে। টুইটে কুণাল বলেছেল, ‘হ্যালো বেঙ্গালুরু নগরবাসী, শুনুন আমি খুব খুশি, কারণ আমার শো বাতিল হয়ে গিয়েছে। আগামী কুড়ি দিন ধরে ওই শো হওয়ার কথা ছিল। দু’টো কারণে শো বাতিল করেছে ওরা। প্রথমত, আয়োজকরা জানিয়েছেন অনুষ্ঠানে পঁয়তাল্লিশ জন দর্শককে এক সঙ্গে বসানোর প্রয়োজনীয় অনুমতি পায়নি। দ্বিতীয়ত, হুমকি। বলা হয়েছে, কোনও রকম অনুষ্ঠানের উদ্যোগ নিলে ওই হল একেবারে বন্ধ করে দেওয়া হবে।’ কুণালের তীর্যক মন্তব্য, ‘সম্ভবত হুমকিটাও কোভিড প্রোটোকলের মধ্যে পড়ে। মনে হয় প্রশাসন আমাকে কোভিডের নতুন কোনও ভ্যারিয়েন্ট বা প্রজাতি ভেবেছে।’ মুনাবর ফারুকি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। কুণাল হিন্দু। এ নিয়েও তীর্যক খোঁচা মারা টুইট কুণালের, ‘যাক শাসক দল অন্তত শো বাতিলের ব্যাপারে একটা সমতা রেখেছেন।’

আরও পড়ুন: যদুবংশের মতো ধ্বংস হবে বিজেপি, রূপার বিদ্রোহ নিয়ে মন্তব্য সৌগতের

কিছু দিন আগেই ওয়াশিংটন ডিসিতে স্ট্যান্ড-আপ কমেডিয়ান ভির দাসের একটি শো ভাইরাল হয়ে যায়। ভির ইউ টিউবে ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে ভির দুই ভারতের প্রতিনিধি হয়ে কেন্দ্রের একাধিক নীতির তুমুল সমালোচনা করেন।

RELATED ARTICLES

Most Popular