Placeholder canvas

Placeholder canvas
HomeদেশVarun Singh: বরুণ সিংকে এয়ারলিফ্ট করে আনা হল বেঙ্গালুরুতে

Varun Singh: বরুণ সিংকে এয়ারলিফ্ট করে আনা হল বেঙ্গালুরুতে

Follow Us :

বেঙ্গালুরু: চপার দুর্ঘটনায় (Bipin Rawat Chopper Crash) একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে (Group Captain Varun Singh) এয়ারলিফ্ট করে আনা হল বেঙ্গালুরুতে (Bengaluru)৷ শুক্রবার ওয়েলিংটনের সেনা হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে বরুণ সিংকে আনা হয় সুলুর বিমানঘাঁটিতে৷ সেখান থেকে এয়ারলিফ্ট করে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের কাকা, কংগ্রেস নেতা অখিলেশ প্রতাপ সিং বৃহস্পতিবার জানান, বরুণ সিংয়ের জন্য আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও আইসিইউতে রয়েছেন। বৃহস্পতিবার লোকসভায় বিবৃতি দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ওয়েলিংটনের মিলিটারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর জীবন বাঁচাতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করা হচ্ছে।

বরুণ সিংয়ের বাবা কে পি সিং ছিলেন সেনাবাহিনীতে৷ এখন অবসর নিয়েছেন৷ চপার দুর্ঘটনার সময় সস্ত্রীক তিনি ছোট ছেলে তনুজের বাড়িতে ছিলেন৷ তনুজ নৌসেনার লিউটেন্যান্ট কম্যান্ডর৷ দুর্ঘটনার খবর পেয়ে কর্নেল কে পি সিং পৌঁছন ওয়েলিংটনে৷ বড় ছেলের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘ওকে বেঙ্গালুরুতে আনা হচ্ছে৷ এর বেশি আমি কিছু বলতে পারব না৷’ তবে সেনা আধিকারিকরা জানিয়েছেন, বরুণ সিংয়ের অবস্থা সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল৷

আরও পড়ুন: Varun Singh: বেঙ্গালুরু কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে

RELATED ARTICLES

Most Popular