Placeholder canvas

Placeholder canvas
HomeদেশAssam Flood: বন্যায় বিপর্যস্ত অসম, উদ্ধারে নামল সেনা

Assam Flood: বন্যায় বিপর্যস্ত অসম, উদ্ধারে নামল সেনা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বন্যার জেরে বিধ্বস্ত অসম। জল ঢুকে ক্ষতিগ্রস্ত একাধিক জেলা। ৬ এপ্রিল থেকে বৃষ্টি এবং ধসের কারণে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার উপর দিয়ে বইছে। একাধিক এলাকায় আটকে পড়েছেন বহু সাধারণ মানুষ। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রায় এক সপ্তাহ ধরে আটকে থাকায় খাবার-জলের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বন্যা কবলিতদের উদ্ধার করতে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধারে নেমেছে সেনাবাহিনীও।

সরকারি হিসেব অনুযায়ী, কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হওয়ার ফলে অসমের মোট ২৮ জেলার ১৯ লক্ষ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। মৃত্যুর খবর এসেছে, হোজাই, নলবারী, ধুবরি, কামরূপ, কোকড়াঝাড়, সোনিতপুর জেলা থেকে। বিভিন্ন জেলায় আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য শেষ ভরসা নৌকো।

ইতিমধ্যেই উদ্ধারকাজের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। গোলাঘাট জেলার বকাখাট জেলার ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেনা জওয়ানরা স্থানীয়দের উদ্দেশে বলছেন, একটি নৌকোতে ১৫ জনের বেশি নেওয়া যাবে না। বেশি লোক উঠলে নৌকা ডুবে যাবে। তা নিয়ে জওয়ানদের সঙ্গে স্থানীয় মানুষের কথা কাটাকাটিও হয়।

আরও পড়ুন- Bihar Bandh: বিহারে বিজেপি সভাপতির পারিবারিক পেট্রল পাম্পে ভাঙচুর, লুঠ ১২ লক্ষ টাকা

RELATED ARTICLES

Most Popular