লখনউ: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারির। উত্তর প্রদেশের বান্দার জেলে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্যের অবনতি হওয়ায় মুখতারকে গাজিপুরের বান্দা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। গত মঙ্গলবারও পেটের যন্ত্রণায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মুখতারের পরিবারের অভিযোগ, তাঁকে জেলের মধ্যেই মেরে ফেলা হয়েছে।
জেল সূত্রে খবর, রমজানের উপবাস ভঙ্গ করার পরেই মুখতারের স্বাস্থ্যের অবনতি হয়। বান্দা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুনীল কৌশল জানান, পেটের যন্ত্রণা নিয়ে প্রায় ১৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকার পর সেখানেই হৃদ্রোগে মৃত্যু হয়েছে মুখতারের। যদিও মুখতারের ভাই গাজিপুরের সাংসদ আফজল আনসারি অভিযোগ তুলেছেন, তাঁর দাদাকে জেলের মধ্যেই বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে।
আরও পড়ুন: ভ্যাপসা গরম থেকে স্বস্তি, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। বর্তমানে উত্তর প্রদেশের বান্দার এক কারাগারে বন্দি ছিলেন তিনি।
গত কয়েক বছরে, উত্তর প্রদেশে একের পর এক গ্যাংস্টারের রহস্যজনক মৃত্যুতে বারবারই প্রশ্ন উঠেছে। মুখতারের মৃত্যু নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বলেছেন, জেলে মুখতার আনসারির মৃত্যু বিজেপির নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকারের বিষয়ে বড় প্রশ্ন তুলে দিল। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত।
দেখুন আরও অন্যান্য খবর: