Placeholder canvas

Placeholder canvas
Homeদেশবিধ্বংসী অগ্নিকাণ্ড, ডিপোয় ভস্মীভূত ৪০টি বাস

বিধ্বংসী অগ্নিকাণ্ড, ডিপোয় ভস্মীভূত ৪০টি বাস

আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় বহু মানুষ

Follow Us :

বেঙ্গালুরু: বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) বাস ডিপোয় (Bus Depot)। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ। সোমবার বেঙ্গালুরুর (Bengaluru) বীরভদ্র নগরের কাছে একটি বাসস্ট্যান্ডে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি বাস। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পাশে দাঁড়িয়ে থাকা বাসগুলিতেও আগুন (Fire) ধরে যায়। প্রায় ৪০টি বাস আগুনে পুড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কে বহু মানুষ ছোটাছুটি শুরু করে দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যারেজে একাধিক বাস এবং গাড়ি রাখা ছিল। আচমকাই সেখানে একটি বাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। বাস ডিপোয় দাঁড়িয়ে থাকা বাসগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলেও বরাতজোরে সেখানে কোনও যাত্রী ছিল না। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: অন্ধ্রে ট্রেন দুর্ঘটনা! একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হল

ঘটনায় প্রাণহানি না হলেও ৪০টি বাস পুড়ে যাওয়ায় অনেক টাকার ক্ষতি হয়েছে জানা যাচ্ছে। তবে কি কারণে বিধ্বংসী এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় বলেই জানাচ্ছেন ওই দমকল কর্মী। তবে কোনও শর্ট সার্কিট থেকে বিধ্বংসী এই আগুন লাগতে পারে। তবে আগুন নেভানোটাই প্রথম লক্ষ্য বলে জানাচ্ছেন দমকল আধিকারিকরা।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular