Placeholder canvas

Placeholder canvas
Homeদেশসীতারাম, রাধেশ্যাম এদেশের শব্দ, মহিলা অগ্রাধিকার নিয়ে নাড্ডার তোপ

সীতারাম, রাধেশ্যাম এদেশের শব্দ, মহিলা অগ্রাধিকার নিয়ে নাড্ডার তোপ

রাজ্যসভায় ১৩ জনের মহিলা ভাইস চেয়ারপার্সন প্যানেল গঠন ধনখড়ের

Follow Us :

নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) নিয়ে আলোচনায় কংগ্রেস (Congress) ও রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ করলেন বিজেপির সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (J P Nadda)। বৃহস্পতিবার তিনি বলেন, আজ দুনিয়া কী শেখাবে আমাদের! মহিলাদের অগ্রাধিকার দেওয়া তো ভারত শিখিয়েছে। দাস ব্যবস্থা থেকে এ পর্যন্ত ভারত একমাত্র দেশ যেখানে সীতারাম (Sitaram), রাধেশ্যাম (Radheshyam) মন্ত্র জপা হয়। আগে প্রকৃতি, পরে পুরুষ। নারী এদেশে শক্তিরূপে পূজিতা হন। তিনি আরও বলেন, কংগ্রেসের মোট এমপির তুলনায় আমাদের ওবিসি এমপি-র সংখ্যা বেশি।

রাজ্যসভায় (Rajya Sabha) কংগ্রেসকে বিঁধে নাড্ডা বলেন, কেউ আমাদের কী শেখাবে? বিজেপিই দেশকে প্রথম ওবিসি প্রধানমন্ত্রী দিয়েছে। আজ পর্যন্ত ২৭ জন কেন্দ্রীয় মন্ত্রী অন্যান্য অনগ্রসর শ্রেণির। লোকসভায় বিজেপির ৩০৩ জনের মধ্যে ৮৫ অর্থাৎ ২৯ শতাংশ এমপি ওবিসি। দেশে ১৩৫৮ জন বিধানসভা বিধায়কের মধ্যে ২৭ শতাংশ এবং বিধান পরিষদে ১৬৩ জনের ৪০ শতাংশ ওবিসি সদস্য।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ও সফরসঙ্গীদের বিদেশ সফর নিয়ে জানতে চেয়ে চিঠি শুভেন্দুর

উল্লেখ্য, এদিনই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় মহিলা সংরক্ষণ বিলের আলোচনাকালে ভাইস চেয়ারপার্সনের পদ পুনর্গঠন করেন। মোট ১৩ জন মহিলাকে নিয়ে এই প্যানেল গঠন করেন ধনখড়। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন, পিটি উষা, জয়া বচ্চন, সরোজ পাণ্ডে, ফৌজিয়া খান, দোলা সেন, কানিমোঝি প্রমুখ।

লোকসভায় পাশ হওয়ার পর আজ, বৃহস্পতিবার রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। এদিন লোকসভার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার জন্য সদস্যদের ধন্যবাদ জানান।

রাজ্যসভায় বিল নিয়ে আলোচনার শুরু থেকেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কংগ্রেসকে নিশানা করে নাড্ডা বলেন, নির্বাচনী কেন্দ্রের পুনর্বিন্যাস ছাড়াই মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে চাইছে ওরা। ফলে, ৩৩ শতাংশ সংরক্ষণের আওতায় যদি ওয়েনাড় কিংবা আমেথি কেন্দ্র চলে আসে? তখন কি বিরোধীরা আমাদের ছেড়ে দেবে? উল্লেখ্য, গত ভোটে রাহুল গান্ধী এই দুই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। তার মধ্যে কংগ্রেসের তিন পুরুষের আমেথি কেন্দ্রটি ছিনিয়ে নেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। এদিই সেই ক্ষতই খুঁচিয়ে দেন নাড্ডা।

বিজেপি সভাপতির জবাবে কংগ্রেসের রাজ্যসভার দলনেতা খাড়্গে বলেন, ২০২৬ সালে জনগণনার পর এই বিল কার্যকর হবে। তাঁর যুক্তি, যা কাল করা হবে, তা আজ করা হোক, যা আজ করতে হবে, তা এখনই করা হচ্ছে না কেন? আমরা আপনাদের এখনই এই আইন কার্যকর করতে বলছি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে কোন দল এগিয়ে?
06:35
Video thumbnail
আজকে (Aajke) | কুণাল ঘোষ তৃণমূলের একজিমা
07:21
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar |এবারের নির্বাচনে গোবলয় থেকে পঞ্জাব হরিয়ানাতে হার-জিত ঠিক করবে কৃষকেরা
14:22
Video thumbnail
Beyond Politics | মঙ্গলসূত্র কেড়ে নেবে ওরা?
10:44
Video thumbnail
Politics | পলিটিক্স (02 May, 2024)
12:48
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ঠিক কী অভিযোগ করলেন মহিলা?
38:08
Video thumbnail
সেরা ১০ | খড়গ্রামের পর বাঁকড়া, ভোটের আবহে হাওড়ায় গুলি
16:45
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | চারিদিক জ্বলছে, মানুষ জ্বলছে : মমতা
05:26
Video thumbnail
নারদ নারদ | অবৈধ বালি খাদান বন্ধের কড়া বার্তা হাইকোর্টের, পুলিশকে ৩ মাসের সময়ে বেঁধে দিল আদালত
17:53
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56