Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমুখ্যমন্ত্রী ও সঙ্গীদের বিদেশ সফর নিয়ে চিঠি শুভেন্দুর

মুখ্যমন্ত্রী ও সঙ্গীদের বিদেশ সফর নিয়ে চিঠি শুভেন্দুর

তথ্যের অধিকার আইনে বিস্তারিত তথ্য চান বিরোধী নেতা

Follow Us :

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফর নিয়ে বিস্তারিত জানতে চেয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তথ্যের অধিকার আইন মোতাবেক ওই চিঠি দেওয়া হয়েছে। একই ভাবে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং পর্যটন দফতরকে। বিরোধী দলনেতার (Suvendu Adhikari) বক্তব্য, মুখ্যমন্ত্রীর ওই সফর নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। কারা তাঁর সফরসঙ্গী, কী উদ্দেশে তাঁরা মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন, তার জন্য সরকারি কোষাগার থেকে টাকা খরচ করা হয়েছে কি না, এসব জানতে চাওয়া হয়েছে।

শুভেন্দু বলেন, রাজ্যের কোষাগারের যখন হাঁড়ির হাল, তখন বিপুল টাকা খরচ করে এই সফরের উদ্দেশ্য কী, রাজ্যবাসীর তা জানার অধিকার রয়েছে। তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, বিরোধী দলনেতার খেয়েদেয়ে কোনও কাজ নেই। তিনি পারেনও বটে। সারা পৃথিবী জানে, মুখ্যমন্ত্রী বাণিজ্য সফরে গিয়েছেন। তা নিয়েও বিরোধী নেতা আরটিআই করে বসলেন। তাপস বলেন, এরপর তো প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফর নিয়ে আমাদেরও আরটিআই করতে হবে।

আরও পড়ুন: সিবিআই আদালতের সঙ্গে খেলা করছে, ফের তোপ বিচারপতির

শুভেন্দু জানান, ২০০৫ সালের তথ্যের অধিকার আইনের ৬ ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রীর এই সফর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। বিরোধী নেতা জানতে চান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কতজন গিয়েছেন, তাঁদের নামধাম, পদমর্যাদা কী। দ্বিতীয়ত, এই সরকারি সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গীদের বাছাই কী করে করা হয়েছে। কারণ, ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পছন্দই অগ্রাধিকার পেয়েছে। কতজন এই সফরের মাঝপথে মুখ্যমন্ত্রীর সঙ্গী হয়েছেন। তাঁদেরও নামধাম জানতে চাওয়া হয়েছে।
শুভেন্দু আরও জানতে চেয়েছেন, মুখ্যমন্ত্রীর এই ১১দিনের সফরের সামগ্রিক খরচ কত। তিনি খরচের আলাদা আলাদা হিসেবও চেয়েছেন। যেমন বিমান খরচ কত, কত টিকিট কাটা হয়েছে, সেই বিমানযাত্রীদের নাম কী, কোন ক্লাসে তারা ভ্রমণ করেছেন, কোথায় কোথায় তাঁরা গিয়েছেন ইত্যাদি।

বিরোধী নেতা তথ্যের অধিকার আইনে জানতে চান, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীদের জন্য কোথায় কোথায় কত হোটেল বুক করা হয়েছিল, সেগুলির ভাড়া কত, সেখানে খাওয়াদাওয়া বাবদ কত খরচ হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টেই বা কত খরচ হয়েছে। দুই দেশে বিভিন্ন সম্মেলন, অনুষ্ঠানকে ঘিরে কত খরচ করা হয়েছে। এ ছাড়া দুই দেশে মুখ্যমন্ত্রীর পুরো সফরের জন্য পরিবহণ বাবদ কত টাকা খরচ হয়েছে, তাও জানতে চান শুভেন্দু। বিরোধী নেতা যত দ্রুত সম্ভব এই সব প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে নতুন উত্তেজনা মহিলাদের হাতে ঝাঁটা, কটাক্ষ তৃণমূলের
00:00
Video thumbnail
BJP | 'EVM নিয়ে অভিযোগ বন্ধ করুন', কংগ্রেসকে আক্রমণ বিজেপির
05:32
Video thumbnail
NIA | ফের পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা খুনের তদন্তে এনআই
08:07
Video thumbnail
Mallikarjun Kharge | 'অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ না', আক্রমণ মল্লিকার্জুন খাড়গের
07:48
Video thumbnail
Mallikarjun Kharge | 'অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ না', আক্রমণ মল্লিকার্জুন খাড়গের
07:48
Video thumbnail
CV Ananda Bose | শ্লীলতাহানির অভিযোগে নয়া মোড়, ৩ কর্মীর বিরুদ্ধেই মামলা রুজু পুলিশের
02:59
Video thumbnail
৪টেয় চারদিক | ‘ভোট চলছে, কী করে অমিত শাহ শেয়ারে টাকা ঢালতে বলেন?’ বিধি ভাঙার অভিযোগ মমতার
42:01
Video thumbnail
Weather Update | আবার বৃষ্টি কবে? কোথায় কোথায় হবে? দেখুন ভিডিও
08:53
Video thumbnail
Mamata Banerjee | সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
12:29
Video thumbnail
Suvendu Adhikari | শালবনিতে ভোটপ্রচারে শুভেন্দু অধিকারী
03:13