কলকাতা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর পুজো মানেই লম্বা ছুটি। সেই ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা এখন থেকেই হয়ে গিয়েছে। ডেস্টিনেশন (Destination) বাছাই থেকে টিকিট বুকিং (Ticket Booking)—সবই সেরে নিয়েছেন ভ্রমণপ্রিয় বাঙালি। পুজোর সময় অনেকেই ট্রেকিংয়েও যাওয়ার পরিকল্পনা করেন। পাহাড়ের এবড়োখেবড়ো পথে, খাদের ধার ধরে, জঙ্গলের পথে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়াই ট্রেকিং (Trekking)। কিন্তু, আপনি যদি প্রথমবার ট্রেকিংয়ে যান, তাহলে আপনাকে কিছু বিষয় মাথায় রেখে চলতে হবে। সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিস রাখাও বাধ্যতামূলক। ট্রেকিংয়ে যাওয়ার আগে ব্যাগে কী-কী রাখবেন জেনে নিন-
ট্রেকিং স্টিক ও দড়ি নিতে ভুলবেন না– পাহাড়ি রাস্তায় হাঁটার জন্য সাপোর্ট দরকার পড়ে। সেটা আপনাকে দেবে ট্রেকিং স্টিক। ট্রেকিং স্টিক কিনে নিয়ে গেলে খুবই ভাল। কারণ সেগুলো ট্রেকিংয়ের উদ্দেশ্যেই তৈরি। যদি নিতে ভুলে যান তাহলে, গাছের মোটা ডালকেই স্টিক বানিয়ে হাঁটতে হবে। সঙ্গে ট্রেকিংয়ের দড়িও রাখতে হবে। রক ক্লাইম্বিং করার পরিস্থিতি এলে যাতে পিছু পা না হন।
ব্যাগ বাছাই অবশ্যই দরকার – ট্রেকিংয়ের ব্যাগ বাছাই জরুরি। সব ধরনের ব্যাগ পিঠে নিয়ে হাঁটা যায় না। ভাল মানের রুকস্যাক বেছে নিন। যার মধ্যে প্রয়োজনীয় সামগ্রী ভাল ভাবে ঢুকে যাবে এবং ঝড়-বৃষ্টিতেও ব্যাগের কোনও ক্ষতি হবে না।
আরও পড়ুন: রাস্তায় ঘুরে বেড়ায় পশু, নেই কোনও ট্রাফিক সিগন্যালও, জানেন কোথায়?
ক্যাম্প- এক রাতের মধ্যে কোনও ট্রেক সম্পূর্ণ করা সম্ভব নয়। কমপক্ষে চার থেকে পাঁচ দিন লেগেই যায়। তখন জঙ্গলের মধ্যে খোলা আকাশের নীচেই আপনাকে রাত কাটাতে হবে। তাই সঙ্গে ক্যাম্প রাখা দরকার। যেখানে ইচ্ছে হবে তাঁবু খাটিয়ে নিন। সামনে আগুন জ্বালিয়ে নেবেন, এতে বন্যজন্তুর ভয় থাকবে না।
ফার্স্ট এইড বক্স- পাহাড়ি রাস্তায় চড়াই উৎরাইয়ে কখনও কোনও চোট লাগলে সামাল দেবেন কীভাবে? দুর্গম পথে চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায় না। এই ব্যবস্থা আপনাকেই করে নিয়ে যেতে হবে। সঙ্গে জরুরি ওষুধপত্র রাখুন। তার সঙ্গে ব্যান্ডেজ, ব্যথার স্প্রেও রাখুন।
এছাড়াও জঙ্গলে আগুন জ্বালানোর জন্য সঙ্গে দেশলাই বা লাইটার রাখুন। শুকনো পাতা-কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে নিলেই হবে। কম্পাস রাখুন সঙ্গে। হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেললে যাতে সমস্যা না পড়েন, তার জন্য কম্পাস জরুরি। এছাড়া সঙ্গে রাখুন টয়লেট পেপার, হ্যান্ড টিস্যু, স্যানিটাইজার, সানস্ক্রিন ও লিপবাম। হাঁটতে-হাঁটতে যখন-তখন এসব জিনিসের দরকার পড়তে পারে।