Placeholder canvas

Placeholder canvas
HomeদেশPM Narendra Modi | ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ফাঁক, কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের

PM Narendra Modi | ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ফাঁক, কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের

Follow Us :

দাবনগেরে: ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ! আবারও মালা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) গাড়ির সামনে চলে এল এক যুবক। যদিও প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগেই ওই যুবককে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। শনিবার বিকালে কর্নাটকের (Karnataka) দাবনগেরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে তিন মাসের মধ্যে দু-বার কর্নাটকে একই ঘটনার সম্মুখীন হলেন নমো। গোটা ঘটনায় প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা (Security)। 

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে এদিন কর্নাটকের দাবনগেরে একটি অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুবালি-ধারওয়াড় রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত ২৬ তম জাতীয় যুব উৎসবের সূচনা করতে যান প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে যাওয়ার পথে একটি হুডখোলা গাড়িতে রোড শোও করেন তিনি। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে রাস্তার দু-দিকে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশ্যে হাত নাড়তে-নাড়ছিলেন প্রধানমন্ত্রী। আর ধীরে-ধীরে এগোচ্ছিল তাঁর গাড়িটি। সেই রোড শো চলাকালীনই মোদির কনভয়ে এক যুবক ঢোকার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, এক যুবক হঠাৎ করেই নিরাপত্তা বলয় ভেঙে প্রধানমন্ত্রীর রোড শো-তে ঢোকার চেষ্টা করছেন। যদিও পরক্ষণেই নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন। 

আরও পড়ুন:Udayan Guha | কোনও ছেলে বাবার সম্পর্কে এমন বলতে পারে না, উদয়নকে তোপ ফরওয়ার্ড ব্লকের

পুলিশ জানিয়েছে, ওই যুবক কর্নাটকের কোপ্পালার বাসিন্দা। নরেন্দ্র মোদির অনুরাগী হওয়ার জন্যই সে প্রধানমন্ত্রীকে মালা পরাতে গিয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তবে এভাবে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রধানমন্ত্রীকে মালা পরাতে যাওয়ার জন্য ওই যুবককে আটক করে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে কর্নাটক পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে জাতীয় যুব উৎসব পালনে কর্নাটকের হুবালিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে আয়োজন করা হয়েছিল বিশাল এক রোড শোয়ের। প্রধানমন্ত্রীকে একবার সামনাসামনি দেখতে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গাড়ির পাদানিতে দাঁড়িয়ে উপস্থিত জনতার দিকে হাত নাড়তে নাড়তে এগিয়ে যাচ্ছিলেন, সেই সময়ই এক যুবক মালা নিয়ে ছুটে আসেন প্রধানমন্ত্রীর দিকে। প্রধানমন্ত্রীকে পরানোর আগেই তাঁকে ধরে ফেলেন এবং সরিয়ে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি (SPG)। কিন্তু এই ঘটনার পরই প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা।

বছর খানেক আগেও পাঞ্জাব (Punjab) সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। উড়ালপুলে ওঠার মুখে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে পড়েছিল। পঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র। ঘটনার জল সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সেই সময় পাঞ্জাবের কংগ্রেস সরকার রাজ্যের পুলিশ প্রধানকে পদ থেকে সরিয়ে দেয়। এভাবে পরপর প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ ধরা পড়াটা বেশ উদ্বেগজনক। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
00:00
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বাংলার ৭টি লোকসভা কেন্দ্রে ভোট, কড়া নিরাপত্তায় মোড়া প্রতিটি DCRC
06:25
Video thumbnail
Stadium Bulletin | ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব পাননি গৌতম গম্ভীর
11:54:56
Video thumbnail
Abhijit Ganguly | মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
11:54:56
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | সৌগত রায়ের প্রচারে চন্দ্রিমা, সারলেন 'ডোর টু ডোর' প্রচার
02:14
Video thumbnail
Panihati News | পানিহাটিতে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস, দলিল নকল করে জমি বিক্রির অভিযোগ
03:15
Video thumbnail
Kakdwip News | ফের শাসক দলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, জমি দখল করে টোটো স্ট্যান্ড করার চেষ্টা
02:27
Video thumbnail
Lok Sabha elections 2024 | আজ বঙ্গে ভোটের প্রচারে মোদির জনসভা ৩ কেন্দ্রে
05:21
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | জয়গাঁর খোকলাবস্তিতে জলকষ্ট, পাইপ বসানোর পরেও নেই জল সরবরাহ
02:15
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:40