Placeholder canvas

Placeholder canvas
HomeদেশKerala: স্কুলে স্থান সংকুলানের অভাব, কেরলে পরিত্যক্ত বাসেই ক্লাসরুমের পরিবেশ

Kerala: স্কুলে স্থান সংকুলানের অভাব, কেরলে পরিত্যক্ত বাসেই ক্লাসরুমের পরিবেশ

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পুরনো অকেজো বাস। চলার গতি অনেকদিন আগেই স্তব্ধ হয়ে গিয়েছিল। বাসস্ট্যান্ডের এক কোনায় ঠাঁই মিলেছিল। কিলো দরে বিক্রি হয়ে যাওয়ার অপেক্ষায় দিন গুনছিল সে। আচমকাই ভোলবদল। সৌজন্যে কয়েকজন শিক্ষাব্রতী মানুষ ও স্থানীয় প্রশাসন। কয়েক লক্ষ টাকা খরচ করে সেই বাসের মধ্যেই গড়ে তোলা হল প্রি-প্রাইমারি স্কুলের অ্যাক্টিভিটি রুম। এই ঘটনা কেরলের। সেই বাসের অন্দরসজ্জার ছবি নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

দক্ষিণের রাজ্য কেরল বরাবরই সাক্ষরতার নিরিখে দেশের মধ্যে শীর্ষে থাকে। সেই রাজ্যে তো বটেই, গোটা দেশের মধ্যে এই ধরনের ঘটনা সম্ভবত প্রথম। ওই প্রি-প্রাইমারি স্কুলের শিক্ষিকা অজিথা জৈন বলেন, শিশুদের সঠিক বিকাশের জন্য পড়াশুনো ছাড়াও অন্যান্য অ্যাক্টিভিটির বিশেষ প্রয়োজন রয়েছে। স্কুলে জায়গার অভাব ছিল। ক্লাস রুম থাকলেও কোনও অ্যাক্টিভিটি রুম ছিল না। ফলে কিছুটা সমস্যা হত। বাসের মধ্যে অ্যাক্টিভিটি রুম চালু হওয়ায় অনেকটাই সুবিধে হয়েছে।

তিরুঅনন্তপুরম প্রশাসনের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘এডুকেশন অন হুইলস’। কেরলের শিক্ষামন্ত্রী বাসুদেবন সিবনকুট্টি বলেন, পরিত্যক্ত বাসটির ভোলবদলে প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়েছে। চারদিন সময় লেগেছে। কেরল রাজ্য পরিবহণ নিগম বাসদুটি দান করেছে। তার মধ্যে একটি বাসকে অ্যাক্টিভিটি রুমে পরিণত করা হয়েছে। বাতানুকূল যন্ত্র ছাড়াও ওই বাসের মধ্যে টিভি, স্পিকার এবং ওয়াইফাই রয়েছে।

আরও পড়ুন:Rahul Gandhi: রাহুলের ওয়েনাডের অফিসে ভাঙচুরে গ্রেফতার ১৯, দিল্লিতে প্রতিবাদ যুব কংগ্রেসের

RELATED ARTICLES

Most Popular