Placeholder canvas

Placeholder canvas
HomeদেশAryan Khan: মাদক মামলায় স্বস্তি মিলেছিল আগেই, এবার পাসপোর্ট ফেরত চেয়ে আদালতে...

Aryan Khan: মাদক মামলায় স্বস্তি মিলেছিল আগেই, এবার পাসপোর্ট ফেরত চেয়ে আদালতে আরিয়ান

Follow Us :

মুম্বই: মাদক মামলা স্বস্তি মিলেছিল আগেই, এবার পাসপোর্ট ফেরত চেয়ে আদালতে আবেদন জানালেন বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। একটি বিশেষ এনডিপিএস আদালতে পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার এনডিপিএস কোর্ট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কাছে আবেদনটি পাঠিয়েছে। ১৩ জুলাই এনসিবি এই বিষয়ে নিজেদের মতামত জানাবে বিশেষ এনডিপিএস আদালতে।

২৭ মে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ মাদক নিয়ন্ত্রক সংস্থা ক্লিনচিট দেয় আরিয়ানকে। মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে যে চার্জশিট পেশ করা হয়, তাতে ছিল না শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম। গত বছর অক্টোবর মাসে কর্ডেলিয়া ক্রুজ নামক প্রমোদতরণীতে তিনদিনব্যাপী এক মিউজিক্যাল ইভেন্টের আয়োজন করা হয়েছিল। পনেরোশো যাত্রী নিয়ে মুম্বই থেকে গোয়া রওনা হয়েছিল ওই বিলাসবহুল প্রমোদতরী।

কর্ডেলিয়া ক্রুজে ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশন টিভি ইন্ডিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড, ফ্যাশন, বাণিজ্যজগতের বিভিন্ন সদস্যরা। ২ অক্টোবর সেই বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। পরে আরিয়ান ও তাঁর কয়েকজন সতীর্থকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভ: হুল, উলুগুলান, বিদ্রোহ, বিক্ষোভ, দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম

৭ দিন এনসিবির হেফাজতে ছিলেন আরিয়ান। তার পর টানা ২১ দিন জেলে ছিলেন তিনি। পরে অবশ্য জামিনে ছাড়া পান আরিয়ান। এর পর গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয় আরিয়ান মামলায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এনসিবির তদন্তকারী আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। এই মামলার দায়িত্ব দেওয়া হয় সিটের বিশেষ টিমকে। তারাই নতুন করে তদন্ত শুরু করে। পরে ক্লিনচিট দেয় আরিয়ানকে।

RELATED ARTICLES

Most Popular