Placeholder canvas

Placeholder canvas
HomeদেশPrayagraj Murder: মাথায় আঘাতের কারণেই মৃত্যু প্রয়াগরাজের একই পরিবারের ৫ জনের

Prayagraj Murder: মাথায় আঘাতের কারণেই মৃত্যু প্রয়াগরাজের একই পরিবারের ৫ জনের

Follow Us :

প্রয়াগরাজ: প্রয়াগরাজ: মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমা। আর সেখান থেকে মৃত্যু। উত্তর প্রদেশের প্রয়াগরাজে একই পরিবারে ৫ জনের মৃত্যুর কারণ এটাই। মৃতদেহগুলির ময়নাতদন্তের পর পাওয়া রিপোর্টে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে মাথায় আঘাতের কথাই উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে মহিলাদের উপর শারীরিক অত্যাচার হয়েছে কিনা তা নিশ্চিত করতে যৌনাঙ্গের দেহরস সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনা দ্রুত ফরেনসিকে পাঠানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

যোগী আদিত্যনাথের প্রশাসনে একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনা নিয়ে শনিবার সকাল থেকেই তপ্ত দেশের রাজনীতি। প্রধান বিরোধীদল সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, খুন করা হয়েছে ওই ৫ জনকে। উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে। এটা তারই প্রমাণ। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস ও দেশের প্রতিটি বিরোধী দল। চাপে পরে এই ৫ হত্যার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশ সরকার। তারপরই শনিবার রাতে ময়না তদন্তের রিপোর্ট সামনে এল।

মৃত্যুর তদন্ত শুরু করে ইতিমধ্যে ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । যদিও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত কারা সে বিষয়ে কোনও দিশা দেখাতে পারেনি উত্ত প্রদেশ সরকার। যদিও তাঁদের আশ্বাস শীঘ্রই এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের গ্রেফতার করা হবে। দোষীদের কোনও ভাবেই ছাড়া হবে না বলে পুলিস এবং প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন  Prayagraj Murder: একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন, যোগী রাজ্যের কঙ্কালসার চেহারা ফের প্রকাশ্যে

 

 

 

RELATED ARTICLES

Most Popular