Placeholder canvas

Placeholder canvas
Homeদেশবারাণসীতে শিবের নামে উৎসর্গ করে স্টেডিয়ামের শিলান্যাস, ভোটের ম্যারাথন দৌড় শুরু করলেন...

বারাণসীতে শিবের নামে উৎসর্গ করে স্টেডিয়ামের শিলান্যাস, ভোটের ম্যারাথন দৌড় শুরু করলেন মোদি

ত্রিশূলাকৃতি ফ্লাড লাইট, ছাদ অর্ধচন্দ্রাকৃতি, গঙ্গার ঘাটের ধাঁচে গ্যালারি

Follow Us :

বারাণসী: একদিকে রাম, অন্যদিকে শিব। লোকসভা ভোটের আগে একের পর এক ধর্মের তির-ত্রিশূল আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। শনিবার নিজের কেন্দ্র বারাণসীতে (Varanasi) একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস অনুষ্ঠানে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার ম্যারাথন দৌড় শুরু করলেন মোদি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পবিত্র হিন্দু তীর্থ বারাণসীর ওই অনুষ্ঠানে মোদি বলেন, এই স্টেডিয়ামের নকশাটি হবে ভগবান শিবের (Lord Shiva) প্রতীক স্বরূপ।

এদিন ভোজপুরিতে ভাষণ শুরু করে মোদি বলেন, ফের বারাণসীতে আসতে পেরে আমি ধন্য। কাশীতে এলে আমরা যে শান্তি পাই তার সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। এর পরেই তিনি বলেন, এই শহর শিবের আপন শহর। তাই এই স্টেডিয়াম শিবের নামে অর্পণ করা হল। ভারতীয় ক্রিকেটের বর্তমান কর্মকর্তারা ছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চ ছিল যেন চাঁদের হাট। শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর, মদন লাল, বিশ্বনাথ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:ফের সংঘাতে রাজভবন ও বিধানসভা

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মোদিকে স্বাগতম জানিয়েছেন এবং মোদির ভ্রমণসূচি প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ যোগী জানান, বাবা শ্রীবিশ্বনাথের পবিত্র শহর কাশীতে এক সোনালি অধ্যায় যুক্ত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, যা নির্মাণে খরচ পড়বে আনুমানিক ৪৫১ কোটি টাকা। যোগী আরও জানান, এছাড়াও ২০২৩ সাংস্কৃতিক মহোৎসবের অন্তিম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ১৬টি আবাসিক স্কুলের উদ্বোধন করবেন বারাণসীর সাংসদ। এই স্কুলগুলি বানাতে খরচ পড়েছে ১১১৫ কোটি টাকা। প্রধানমন্ত্রীকে অভিনন্দন।প্রসঙ্গত, ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হবে ২০২৫ সালে।

বারাণসীর গাঞ্জারি এলাকায় ৩০ একর জমি নিয়ে তৈরি হবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই স্টেডিয়াম। ত্রিশূলের ডিজাইনের ফ্লাডলাইট লাগানো হবে মাঠে। থাকবে অর্ধচন্দ্রাকৃতি ছাদ, বারাণসীর গঙ্গার ঘাটের ধাঁচে হবে গ্যালারি। যোগী সরকার জানিয়েছে, এই প্রজেক্টের জন্য জমি নিতে ১২১ কোটি টাকা খরচ হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI) স্টেডিয়াম বানাতে খরচ করবে ৩৩০ কোটি টাকা। কাশী স্টেডিয়ামে একসঙ্গে ৩০,০০০ দর্শক খেলা দেখতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular