Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsচলছিল আরিয়ানের শুনানি, ভিড়ের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আদালতের দরজা

চলছিল আরিয়ানের শুনানি, ভিড়ের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আদালতের দরজা

Follow Us :

মুম্বই: ঘড়ির কাঁটা মিলিয়ে শুনানি শুরু হল৷ আদালতে আইনজীবী, পুলিশ, এনসিবি আধিকারিক, সাংবাদিকদের ভিড়৷ রয়েছে উৎসাহী জনতার চাপ৷ আচমাই দড়াম করে ভেঙে পড়ার শব্দ৷ পিছন ঘুরে দেখা গেল আদালতের দরজা ভেঙে পড়ল৷ সরুন সরুন বলে পুলিশ আধিকারিকরা এগিয়ে এলেন৷ দরজার পাশে দাঁড়ানো সরে দাঁড়ালেন৷ মঙ্গলবার বোম্বে হাই কোর্টের বিচারপতি নিতিন সাম্ব্রের আদালতের ঘটনা৷

এত ভিড় কেন? কারণ, যে মামলার শুনানি চলছিল তা অন্যতম অভিযুক্ত বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান৷ তাঁকে গত ২ অক্টোবর শনিবার কর্ডেলিয়া ক্রুজ নামক প্রমোদতরীতে হানা দিয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে৷ তারপর থেকেই একাধিক শুনানি চলছে৷ কিন্তু এখনও পর্যন্ত জামিন পাননি আরিয়ান খান৷ এ দিকে মঙ্গলবারের শুনানি শেষে বিচারপতি নিতিন সাম্ব্রের আদালতের দরজার ক্লোজার ঠিক করা হয়৷

আরও পড়ুন-সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আলাপন

বোম্বে হাই কোর্টে আরিয়ান খানের হয়ে প্রাক্তন অ্যাটর্নিজেলারেল মুকুল রোহতাগি মাদক মামলায় সওয়াল করলেন৷ দীর্ঘ সওয়াল জবাবের পরেও মাদক মামলায় জামিন পেলেন না আরিয়ান খান৷ আগামী কাল বুধবার এই মামলার ফের শুনানি হবে৷ একই সঙ্গে মাদক মামলায় আরও দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও শুনানি হবে কাল৷ এ দিকে জামিন না পাওয়ায় আপাতত আরিয়ানকে জেলেই থাকতে হবে। মাদক সংক্রান্ত বিচারের জন্য মুম্বইয়ের এনডিপিএস (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সস অ্যাক্ট) আদালত এই নির্দেশ দিয়েছে।ফলে, আপাতত তাঁকে জেলেই থাকতে হবে। মাদক সংক্রান্ত বিচারের জন্য মুম্বইয়ের এনডিপিএস (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সস অ্যাক্ট) আদালত এই নির্দেশ দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular