Placeholder canvas

Placeholder canvas
Homeদেশসমলিঙ্গে প্রেম: বিজ্ঞাপনে দুই মহিলার করবা-চৌথ ভাইরাল, নেটে তুমুল ট্রোল

সমলিঙ্গে প্রেম: বিজ্ঞাপনে দুই মহিলার করবা-চৌথ ভাইরাল, নেটে তুমুল ট্রোল

Follow Us :

কলকাতা : উৎসব মানেই নিত্য নতুন বিজ্ঞাপন। এমনই এক নতুন বিজ্ঞাপন নিয়ে শোরগোল নেটপাড়ায়। নতুন ভাবধারা এবং চিন্তাভাবনার এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে একে অপরের জন্য প্রথম করবা চৌথ ব্রত পালন করছেন দুই সমকামী মহিলা।

কার্তিক মাসের কৃষ্ণ পক্ষ শুরুর চতুর্থ দিনে উত্তর ও পশ্চিম ভারত জুড়ে করবা চৌথের রীতি পালিত হয়। জনপ্রিয় একটি সংস্থা এই করবা চৌথের আগে একটি বিজ্ঞাপন নিয়ে আসে দর্শকের সামনে। যে বিজ্ঞাপনে দেখা যাচ্ছে দুই মহিলা তৈরি হচ্ছেন নিজেদের প্রথম করবা চৌথের জন্য। একে অপরের পরিচর্যা করছেন। আর জিজ্ঞেস করছেন কী কারণে করবা চৌথ পালন করছেন তাঁরা?

এই কথোপকথনের মধ্যেই আরও এক মহিলা এসে ওই দুই মহিলাকে শাড়ি উপহার দেন। এরপরে দেখা যায় ওই দুই মহিলা তৈরি হয়ে ব্রত পালনের জন্য ছাদে উঠে চাঁদ দেখছেন। তারপরেই চমক আনে বিজ্ঞাপন সংস্থা। প্রথম থেকে আর পাঁচটা বিজ্ঞাপনের মত মনে হলে ভুল ভাঙে। দেখা যায় ওই দুই মহিলা সমকামী। তাঁরা একে অপরের জন্যই করবা চৌথ পালন করেছেন। ব্রত ভাঙার জন্য একে অপরকে জলও খাইয়ে দেন।

একে অপরের জন্য করবা চৌথ পালন করছেন দুই মহিলা

আরও পড়ুন – আরিয়ান মামলায় তাঁকে ফাঁসানো হতে পারে! আইনি পদক্ষেপ রুখতে পুলিশের দ্বারস্থ সমীর ওয়াংখেড়

এই প্রগতিশীল চিন্তাধারার বিজ্ঞাপন মুহূর্তেই ভাইরাল হয়। ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে। নেটিজেনদের মধ্যে জোরদার সমালোচনা শুরু হয়। ট্রোল হয় ওই বিজ্ঞাপন। কেউ বলেন এভাবে পাশ্চাত্যের সংস্কৃতির প্রচারের মাধ্যমে হিন্দু সংস্কৃতি নষ্ট করা হচ্ছে। আবার অনেকে বলেন, একদিনে ভালোবাসার সংজ্ঞা বদলানোর চেষ্টা করছে অন্যদিকে প্রসাধনী বিজ্ঞাপনের মাধ্যমে বর্ণবৈষম্য প্রচার করা হচ্ছে।

অন্যদিকে অনেকেই বলেন সমপ্রেমের মধ্যে দিয়ে করবা চৌথের মত পবিত্র রীতিকে অপমান করা হয়েছে। এমনকী বলা হয় এমন বিজ্ঞাপন শুধু মাত্র হিন্দুদের উৎসবেই দেখানোর প্রবনতা দেখা যায় কেন? অন্য কোনও সম্প্রদায়ের ক্ষেত্রে তা দেখতে পাওয়া যায় না। এই বিজ্ঞাপন ব্যান করে দেওয়ার দাবিও জানানো হয়।

অন্যদিকে এই বিজ্ঞাপনই মন কাড়ে কিছু সংখ্যক নেটিজনদের। সমপ্রেমকে এত সুন্দর ভাবে বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরার জন্য সংস্থাটি প্রশংশা কুড়ায় নেটিজনদের। অনেকে সমকামী দম্পতি এভাবে তাঁদের সম্পর্কের প্রচারের জন্য কোম্পানির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

RELATED ARTICLES

Most Popular