Placeholder canvas

Placeholder canvas
Homeদেশ'2611': বাইক নম্বর ২৬১১!কেন পাঁচ হাজার খরচ করেছিল ধৃত রিয়াজ? উত্তর হাতড়াচ্ছে...

‘2611’: বাইক নম্বর ২৬১১!কেন পাঁচ হাজার খরচ করেছিল ধৃত রিয়াজ? উত্তর হাতড়াচ্ছে পুলিস

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ২৬/১১। তারিখটা শুনলেই মনে পড়ে যায় ১৪ বছর আগের স্মৃতি। চার দিন ধরে মুম্বই শহর জুড়ে দশ জঙ্গির সেই হামলা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। আরও একবার যেন সেই স্মৃতিই উসকে দিল উদয়পুরে মুণ্ডচ্ছেদের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত রিয়াজ আখতারির বাইকের নম্বর প্লেট।

অভিযুক্তের বাইকের নম্বর প্লেটে স্পষ্ট লেখা RJ 27 AS ‘2611’। না এই নম্বরটা একেবারেই কাকতালীয় ভাবে পাওয়া নয়। এই নম্বরটা পাওয়ার জন্য অতিরিক্ত ৫ হাজার টাকাও খরচা করতে হয়েছে অভিযুক্তকে।

এখন প্রশ্ন উঠেছে এমন একটি তারিখ নিজের বাইকের নম্বর হিসেবে কেন চেয়েছিল অভিযুক্ত? তার কোনও উদ্দেশ্য রয়েছে? নাকি মুম্বই হামলার সঙ্গে রয়েছে তার কোনও যোগসাজস। এখন এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে রাজস্থান পুলিস। বাইকটি আপাতত তদন্তের স্বার্থে রাখা রয়েছে ধানমান্ডি থানাতে। পুলিস সূত্রের খবর, এই নম্বর আরও কোনও ভয়ঙ্কর অপরাধের যোগসূত্রও হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুরের ধানমণ্ডিতে নৃশংস ভাবে খুন হন স্থানীয় দর্জি কানহাইয়ালাল তেলি। অভিযুক্ত রিয়াজ এবং গউস ওই হত্যাকাণ্ডের একটি ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সেখানে তাদের দুজনকে ধারালো অস্ত্র হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নানা হুমকিও দিতে দেখা গিয়েছে। মুহূর্তে সেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। উত্তেজনা ছড়ায় উদয়পুরের বিভিন্ন এলাকায় ঘটনার পরই সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয় আতঙ্কে।

আরও পড়ুন- Maharashtra Speaker Election: মহারাষ্ট্রে বিধানসভার স্পিকার পদে মনোনয়ন দেবেন্দ্র ঘনিষ্ঠ বিধায়ক রাহুলের

প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ। প্রশাসন উদয়পুরের বিস্তীর্ণ এলাকায় কার্ফু জারি করে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যেই অবশ্য মূল অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে পুলিস।

RELATED ARTICLES

Most Popular