Placeholder canvas

Placeholder canvas
HomeদেশPM Gati shakti: তিন বছরে ৪০০ বন্দে ভারত ট্রেন, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

PM Gati shakti: তিন বছরে ৪০০ বন্দে ভারত ট্রেন, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আগামী তিন বছরে দেশে চারশোটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Trains) চালু হবে৷ ফলে, আরও মজবুত হবে দেশের যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবারে সংসদে ২০২২-২০২৩ অর্থ বর্ষের বাজেট (Union Budget) পেশ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Budget 2022)৷

২০১৯ সালে প্রথম পরিষেবা দেওয়া শুরু করেছিল এই বন্দে ভারত হাইস্পিড ট্রেন। ভারতে তৈরি এই ট্রেন ফেব্রুয়ারি মাসে বারাণসী এবং দিল্লির মধ্যে প্রথমবার চালানো হয়েছিল। ২০২১ সালে ৭৫ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে লালকেল্লায় পতাকা উত্তোলনের পর ভারতীয় রেলের জন্য বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ৭৫ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় রেখে দেশজুড়ে ৭৫টি বন্দে ভারত ট্রেন চালু হবে। যার ফলে দেশের উন্নয়নের জন্য গ্রাম-শহর যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে হবে। যদিও এই মুহূর্তে বারাণসী দিল্লি এবং দিল্লি ও জম্মুর কাটরা পর্যন্ত দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে৷

আরও পড়ুন- Budget 2022: করদাতাদের হতাশ করে ব্যক্তিগত আয়কর ছাড় দিলেন না নির্মলা

প্রধানমন্ত্রী ৭৫টি বন্দে ভারত ট্রেনের কথা বলেছিলেন। কিন্তু কোনও সময়সীমা বেঁধে দেননি। মঙ্গলবার বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্দিষ্ট ভাবে জানিয়ে দিলেন, আগামী তিন বছরে সারা দেশে ৪০০টি বন্দে ভারত ট্রেন চালানো হবে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই ঘোষণায় খুশি আমজনতা।

কেন্দ্রের বিরুদ্ধে বড় অভিযোগ, রেলকে তারা বেসরকারি হাতে দিয়ে দিয়েছে। ইতিমধ্যে দু-একটি দ্রুতগামী ট্রেন বেসরকারি সংস্থার আওতাধীনে চলতেও শুরু করেছে। একইসঙ্গে কিছু কিছু প্ল্যাটফর্মও বেসরকারি সংস্থাকে দিয়ে দিয়েছে কেন্দ্র। বর্তমান কেন্দ্রীয় সরকার কোনও রাখঢাক না করেই রেলের বেসরকারিকরণের পক্ষে সাফাই গেয়েছে। এই আবহে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল।

RELATED ARTICLES

Most Popular