Placeholder canvas

Placeholder canvas
HomeরাজনীতিBangla Bandh: বন্‌ধের নামে অরাজকতা বরদাস্ত করা হবে না, কড়া বার্তা ফিরহাদের

Bangla Bandh: বন্‌ধের নামে অরাজকতা বরদাস্ত করা হবে না, কড়া বার্তা ফিরহাদের

Follow Us :

কলকাতা: বন্‌ধের নামে কোনও রকম অরাজকতা বরদাস্ত করা হবে না। বন্‌ধের নামে সন্ত্রাসের চেষ্টা করলে কড়া হাতে মোকাবিলা করা হবে। স্পষ্ট বার্তা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের। একই সঙ্গে তাঁর আশ্বাস, আগামিকাল রাস্তায় পর্যাপ্ত যানবাহন থাকবে, যাতে পরিবহণের কোনও সমস্যা না হয়। মন্ত্রীর মন্তব্য, প্রশাসনিক ভাবে এই অনৈতিক বন্‌ধের মোকাবিলা করা হবে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে মোকাবিলা করবে। এজন্য সোমবার বিকেল ৪-টেয় পথে নামবে তৃণমূল।

বরাবরই বন্‌ধের নামে কর্মসংস্কৃতি নষ্টের বিরুদ্ধে তৃণমূল সরকার। গত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও বন্‌ধকে সমর্থন করেনি। এদিন পুরভোটের পর বিজেপি সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে। স্বাভাবিক ভাবেও তার বিরোধিতা করবে সরকার, এটা জলের মতই স্পষ্ট ছিল। দলের জাতীয় কর্মসমিতির সদস্য পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য পুলিসের ডিজি তৃণমূল-পুলিসের পদক্ষেপ সম্পর্কে জানানো পর এদিন রাজ্য প্রশাসনের অবস্থান স্পষ্ট করলেন ফিরহাদ।

ফিরহাদের বক্তব্য, পুরভোটে নিজেদের পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপি হিংসা ছড়ানোর চেষ্টা করেছে। প্রশাসন কড়া হাতে মোকাবিলা করেছে। কোনও রকম অন্যায় বরদাস্ত করেনি। আগামিকাল একই ভাবে বন্‌ধের মতো কর্মনাশা পদক্ষেপের বিরোধিতা করবে সরকার।

আরও পড়ুনWB BJP Bandh: সোমবারের বনধে সব চালু থাকবে, বাধা দিলে ব্যবস্থা, জানাল সরকার

রাজ্যের মন্ত্রী ফিরহাদ বলেন, তৃণমূল সরকা্রের নেতৃত্বে রাজ্যে একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। রাজ্য প্রশাসন সদিচ্ছার সঙ্গেই তা করেছে। মানুষ তৃণমূলকে সমর্থন করে। বিজেপি ক্রমাগত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। পরিস্থিতি এতটাই জটিল বিজেপি বাধ্য হয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। এটা সমর্থনযোগ্য নয়। বিজেপির সঙ্গেও হাত মিলিয়ে বাম-কংগ্রেসও নিজেদের জমি খোঁজার চেষ্টা করছে। বন্‌ধের নামে বাংলাকে পিছিতে দেওয়ার যে চেষ্টা বিরোধীরা করছে, তা কোনওভাবে সফল হবে না। অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে কড়া হাতে মোকাবিলা করা হবে।

RELATED ARTICLES

Most Popular