Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsদুয়ারে সরকার প্রকল্পে ভিড় , করোনা অজুহাতে বিজেপির মিটিং-মিছিলে বাধা, দাবি নতুন...

দুয়ারে সরকার প্রকল্পে ভিড় , করোনা অজুহাতে বিজেপির মিটিং-মিছিলে বাধা, দাবি নতুন সভাপতির

Follow Us :

কলকাতা: ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সভা করতে দিচ্ছে না বিজেপি((bjp) নেতৃত্বাধীন বিপ্লব দেবের সরকার৷ অভিযোগ তৃণমূলের৷ একই রকমভাবে পশ্চিমবঙ্গেও বিজেপি নেতা-কর্মীদের মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বঙ্গ বিজেপির৷ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও বহুবার অভিযোগ করেছেন৷ নতুন সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারও একই অভিযোগ করেন মঙ্গলবার৷ পরস্পরের বিরুদ্ধে যেমন একই অভিযোগ, ঠিক তেমনি দুই রাজ্যের দুই সরকার মিটিং-মিছিল করতে না দেওয়ার পিছনে একই অজুহাত ‘করোনা সংক্রমণ’ তুলে ধরছে৷ তবে, উভয় রাজ্যের শাসক দলের যাবতীয় কাজ চলছে বলে অভিযোগ পরস্পরের বিরুদ্ধে৷

নতুন সভাপতি পদ পেয়ে মঙ্গলবার দিলীপ ঘোষের সুরেই রাজ্য সরকারের দুয়ারে সরকার, লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পেরও সমালোচনা করেন৷ তিনি বলেন, ‘মাত্র ৫০০ টাকার জন্য লোকে লাইন দিচ্ছে৷ করোনার কোনও প্রভাব নেই৷ বিজেপি কোনও অনুষ্ঠান করতে গেলে তখন করোনা৷ লোকাল ট্রেন চালু হচ্ছে না৷ দুয়ারে সরকারের নামে হাজার হাজার লোককে এক জায়গায় জড়ো করা হচ্ছে৷ কোনও সোশাল ডিসট্যান্স ছাড়া৷’

ঠিক তেমনি, চলতি সপ্তাহের বুধবার ত্রিপুরায় পদযাত্রার পরিকল্পনা করেছিল তৃণমূল(TMC)। পদযাত্রা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারপরেই করোনার অজুহাতে সকল প্রকারের সভা-সমিতি বা জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপাল রাজ্য সরকার। আর সেই সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকেই সবুজ সংকেত দিয়েছে আদালত।

আরও পড়ুন-‘হিন্দু খতরে মে….’, কাল্পনিক দাবি, জানাল কেন্দ্র

চলতি মাসের ১৯ তারিখেই রাজ্যের বিভিন্ন জায়গায় বড় জনসমাবেশে হাজির ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভিড়ের মাঝে অনেকের কাছে চলেও যান তিনি। সেই ভিড়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-সহ অনেকের মুখেই মাস্ক ছিল না। আর ২০ তারিখে সরকারের পক্ষ থেকে ওই নির্দেশিকা জারি করা হয়। যা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ঘাস ফুল শিবিরের বক্তব্য, “মাস্ক ছাড়া ভিড়ের মাঝে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি কী করোনাকে ভয় পাচ্ছেন? তিনি কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন।”

RELATED ARTICLES

Most Popular