HomeCurrent Newsদায়িত্ব পেয়ে ভোটের প্রচারে শান্তিপুর চষে বেড়াচ্ছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

দায়িত্ব পেয়ে ভোটের প্রচারে শান্তিপুর চষে বেড়াচ্ছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

Follow Us :

শান্তিপুর: আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভায় উপ-নির্বাচন৷ তার মধ্যে নদীয়ার শান্তিপুর বিধানসভা রয়েছে৷ সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে দেখভালের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ তারপর থেকেই শান্তিপুর বিধানসভার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তিনি৷ সকাল-সন্ধে নিয়ম করে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে শান্তিপুরের অলিগলি ঘুরছেন৷ হাত জোড় করে সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছেন৷ তিনি বলছেন, ‘শান্তিপুরে শান্তির জন্য জোড়া ফুলে ভোট দেবেন৷’

গত কয়েক দিন ধরে শান্তিপুরের তাঁতের হাট, এলাকার অন্যান্য বাজারে যখন খুশি ঢুঁ মারছেন৷ কখনও চা’য়ের ঠেকে তো, কখনও তাঁতের হাটে৷ সবজি বাজারে কোনও এলাকায় ছাড়তে নারাজ তিনি৷ বিধানসভার প্রতিটি বুথের ভোটারদের কাছে পৌঁছে যাওয়ায় তাঁর অন্যতম লক্ষ্য৷ তাই, ভোটের প্রচারে কোনও রকম খামতি রাখতে তিনি নারাজ৷

আরও পড়ুন-২০ বছর জ্বর হয়নি, আমায় জীবন্ত লাশ বলতে পারেন : মমতা

প্রচারে বেরিয়ে কী বলছেন রবীন্দ্রনাথ? একুশের নির্বাচনে রাজ্যের মানুষের সিদ্ধান্ত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃ্ত্বে রাজ্যবাসীর সহায়তায় একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরছেন তিনি৷ দলীয় সূত্রে খবর, দল তাঁকে দায়িত্ব দিতেই গত ১৯ অক্টোবর নদীয়ার শান্তিপুরে আসেন তিনি৷ তারপর থেকে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তিনি৷ শনিবারও ব্রজকিশোরের সমর্থনে নিঃসঙ্গপুর ঘাট, কোলাঘাট,হেঁটেই প্রচার সারেন৷ মাঝে মধ্যে মোট বাইকের সাহায্য নেন৷ এরপর রবিবারও এলাকার লোক শিল্পী, তাঁত শিল্পীদের সঙ্গে ফোনালাপে ভোটের প্রচার করেন৷

 

 

RELATED ARTICLES

Most Popular