Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঅনবদ্য সিরাজ, দক্ষিণ আফ্রিকা অলআউট ৫৫ রানে

অনবদ্য সিরাজ, দক্ষিণ আফ্রিকা অলআউট ৫৫ রানে

প্রথম টেস্টে ইনিংসে হারের পর দ্বিতীয় টেস্টে জাত চেনাল ভারতীয় টিম। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে লাঞ্চের আগেই শেষ দক্ষিণ আফ্রিকা।

Follow Us :

কেপ টাউন: কার্যত বদলার ম্যাচ। প্রথম টেস্টে ইনিংসে হারের পর দ্বিতীয় টেস্টে জাত চেনাল ভারতীয় টিম। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে লাঞ্চের আগেই শেষ দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের অসাধারণ বোলিংয়ে মাত্র ৫৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে এটিই দক্ষিণ আফ্রিকার সব থেকে কম রানের টেস্ট ইনিংস।

মহম্মদ সিরাজ এদিন প্রথম থেকেই বিধ্বংসী বোলিং শুরু করেন। ২টি করে উইকেট নিলেন জসপ্রীত বুমরা ও মুকেশ কুমার। মুকেশ কুমার ২.২ ওভার বল করে শূন্য রানে ২টি উইকেট তুলে নেন। সিরাজ ১৫ রানে ৬ উইকেট নেন। বুমরা ২৫ রানে ২টি উইকেট দখল করেন। তবে টেস্টের প্রথম সেশনে ৬ উইকেট নেওয়ায় ভারতীয় মধ্যে এই প্রথম রেকর্ড গড়লেন সিরাজ। এই নিয়ে পাঁচ বার টেস্টে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট তুলে নিলেন তিনি।

আরও পড়ুন: আচমকা পদত্যাগ ফেরান্দোর, বাগানের নতুন কোচ হাবাস

আর টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড এই ম্যাচেই হয়ে গেল। এর আগে ২০১৫ সালে নাগপুরে ৭৯ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ৮৪ সালে নিজেদের দেশের মাঠ জোহানসবার্গে ৮৪ রানে এবং ১৯৯৬ সালে ১০৬ রানে অলআউট হওয়া সর্বনিম্ন স্কোর।

উল্লেখ্য, এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। আর এই ম্যাচে দুটি পরিবর্তন করে ভারতীয় দল। শার্দূল ঠাকুরের বদলে মুকেশ কুমার এবং রবিচন্দ্রন অশ্বিনের বদলে রবীন্দ্র জাদেজা। আর দক্ষিণ আফ্রিকায় টিমে লুঙ্গি এনগিডি যোগ দেন।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular