বাগডোগরা: কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিলে এই বিপর্যয় হত না বলে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির বিপর্যয়ের পর ভোটের মুখে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। রবিবারের ভয়ঙ্কর ঝড়ের পর সোমবার সকাল থেকেই বিধ্বস্ত এলাকাগুলিতে রাজনীতিকদের ঢল নামে। রবিবার মাঝরাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমেই শিলিগুড়ি হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিমানবন্দরেই কেন্দ্রকে তোপ দেগে অভিযেক বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাপ্য আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই টাকা ছেড়ে দিলে রবিবারের ঝড়ে এত ক্ষয়ক্ষতি হত না। মানুষের প্রাণহানি ঘটত না। আবাসের ঘর পেলে, টাকা দিলে এই বিপর্যয় এড়ানো যেত। মানুষগুলির মাথায় ছাদ থাকত। তাঁর দাবি, এর দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।
রবিবারের ঝড়ের দাপটে (Cyclone in Jalpaiguri) তাসের ঘরের মতো ভেঙে পড়েছে কাঁচা-পাকা বহু বাড়ি। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চারিদিকে প্রচুর গাছ পড়ে রয়েছে। ধ্বংসের ছবি স্পষ্ট। কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। জলপাইগুড়ির ভোট শিয়রে। এই অবস্থায় সব রাজনৈতিক দল নেমে পড়েছে ঝঞ্ঝায় দুর্গতদের পাশে দাঁড়াতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখেন। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেও আহতদের দেখতে যান তিনি। আহতদের সঙ্গে কথা বলেন। মমতা বলেন, ক্ষতিগ্রস্তরা কেউ বঞ্চিত হবে না।
আরও পড়ুন: জলপাইগুড়ির ঝঞ্ঝাবিধ্বস্ত এলাকায় পড়ে আছেন মমতা, সাহায্যের আশ্বাস
এদিন শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন অভিষেক। রোগীদের কাছে যান। আশ্বাস দেন পাশে থাকার। তৃণমূল নেতা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কারও হাতে থাকে না। ব্যাপক ক্ষতি হয়েছে এখানে। উত্তরবঙ্গে তৃণমূল গত নির্বাচনে ভালো ফল করেনি। তা সত্ত্বেও রাতেই মুখ্যমন্ত্রী এলাকায় এসেছেন। বিরোধীদের নিশানা করে বলেন, এটা রাজনীতি করার মতো ঘটনা নয়। সেই জন্যই মুখ্যমন্ত্রী রাতে এসেছেন। যারা রাজনীতি করতে চায় তারা সকালে এসেছে। এ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল নেতা প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি না করার কথা বলছেন। আবার তিনিই রাজনীতি করছেন। এই দ্বিচারিতা কেন। কেন্দ্রের টাকা নিয়ে নয়ছয় করবে, হিসেব দেবে না। সেটা বলা যাবে না? বিজেপি এই বিপর্যয় নিয়ে রাজনীতি করতে চায় না বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে ফোন করে আশ্বস্ত করেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, আবাস যোজনার টাকা চুরি না করলে সব বাড়ি পাকা হয়ে যেত।
দেখুন ভিডিও