Placeholder canvas

Placeholder canvas
HomeScrollBEN vs MP: চাপ বাড়ছে বাংলার উপর, এখনই ২১৫ রানে পিছিয়ে

BEN vs MP: চাপ বাড়ছে বাংলার উপর, এখনই ২১৫ রানে পিছিয়ে

Follow Us :

রনজি সেমিফাইনালের তৃতীয়দিনের শেষে বাংলার উপর চাপ আরও বেড়েই রইল। বাংলার চেয়ে ম্যাচে এখন মধ্যপ্রদেশ ২১৫ রানে এগিয়ে। হাতে আরও ৮ উইকেট রয়েছে। আরও দুটি দিন খেলার বাকি।

ফাইনালে খেলতে হলে বাংলার দুটি রাস্তা খোলা ছিল। এক-প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের রান টপকে যাওয়া। এতে ম্যাচের সরাসরি নিস্পত্তি না হলে, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে খেলার সুযোগ পেয়ে যেত। আর দুই – সরাসরি ম্যাচ জিতে নেওয়া। এখন ম্যাচে প্রাথমিকভাবে এগিয়ে মধ্যপ্রদেশ।
দিনের খেলা যখন শেষ হল, মধ্যপদেশের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেছে। তাতে ২ উইকেটে মিলেছে ১৪৭ রান। আর প্রথম ইনিংসের দৌড়ে তারা এগিয়ে ৬৮ রানে। সব মিলিয়ে ২০০ রানের বেশি ব্যবধান হবে গেছে।

যে দুই ব্যাটারের উপর ভরসা করেছিল বাংলা – সেই মনোজ তিওয়ারি আর শেহবাজ আহমেদ সেঞ্চুরি ঠিকই করেছেন। কিন্তু আরও লম্বা খেলতে পারেননি।
দ্বিতীয় দিনের শেষে মনোজ ৮৪ রানে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার সকালে সেঞ্চুরি পেয়েও যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তাঁর ২৯তম শতরান। একশো করার সঙ্গে সঙ্গে ট্রাইজারের পকেট থেকে একটি চিরকুট বার করেন মনোজ। স্ত্রী সুস্মিতা এবং পুত্র যুভানের উদ্দেশে ভালবাসার বার্তা লিখে নিয়ে এসেছিলেন।সেটা দুহাতে তুলে ধরতেই তা টিভি ক্যামেরায় দেখানো হয়। মনোজ কি আবেগে মনসংযোগে ব্যাঘাত ঘটিয়ে বসেন?

ম্যাচের দ্বিতীয়দিন মাত্র ৫৪ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলা। সেখান থেকে দলের হাল ধরে ছিলেন মনোজ-শাহবাজ। ষষ্ঠ উইকেটে ১৮৩ রান যোগ করেন দু’জন। সেঞ্চুরি করেন শাহবাজও। রনজি ট্রফিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। ২১১ বলে ১০২ রান করে আউট হন মনোজ।যে সুইপ শট খেলতে গিয়ে আউট হন, তা তাঁর ব্যাটের উল্টো পিঠে লেগেছিল। এভাবে আউট হয়ে হতাশ মনোজ ফেরেন।

তিনি ফিরতেই আবার বাংলা শিবিরে শুরু হয় টালমাটাল। একই ওভারে শূন্য রানে ফিরে যান সায়ন শেখর মণ্ডল। মাত্র ৩ রানে ফিরে যান প্রদীপ্ত প্রামাণিকও। একপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন শাহবাজ। ২০৯ বলে ১১৬ করে বাংলার অলরাউন্ডারটিও আউট হতেই আর ৫ রানের মধ্যে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। ২৭৩ রানে শেষ হয় বাংলা। প্রথম ইনিংসের দৌড়ে ৬৮ রানে পিছিয়ে পড়ে বাংলা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫০ রানে ২ উইকেট হারায় মধ্যপ্রদেশ। ১২ রানে আউট হন যশ দুবে। শুরুটা ভাল করেও ২১ রানে ফিরে যান প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হিমাংশু মন্ত্রী। উইকেট দুটি পান মুকেশ কুমার এবং প্রদীপ্ত প্রামাণিক।
মধ্যপ্রদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করে অপরাজিত রয়েছেন রজত পতিদার। ৩৪ রানে ব্যাট করছেন অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব। ২২ রান করে হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন শুভম শর্মা। তিনি পুনরায় ব্যাট করতে নামতে আরবেন।

মনোজ আর শাহবাজের জোড়া সেঞ্চুরি করে বাংলা ২৭৩ রান তোলে। স্কোর বোর্ডে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন আর মাত্র একজন ব্যাটার। চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে বাংলাকে। মধ্যপ্রদেশের স্পিনার – পেসারদের বাংলার ব্যাটসম্যানরা কিভাবে সামাল দিয়ে ম্যাচ জিতে নেন –তাই দেখার।
কাজটা বাংলার পক্ষে বেজায় কঠিন করে দেওয়ার চেষ্টা করবে বিপক্ষ ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানের লিড পাওয়ার পর ধীরস্থিরভাবে ব্যাটিং করছে মধ্যপ্রদেশও। দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান বোর্ডে তুলে ফেলেছে তারা। লিড এখন-২১৫ রানের। মধ্যপ্রদেশের হাতে রয়েছে এখনও ৮টি উইকেট। ৩৫০-৪০০ রানের লিড নিতে চাইবে তারা। তাই অবিশ্বাস্য কিছু না ঘটলে বাংলার রনজি জয়ের স্বপ্ন সেমিতেই শেষ হয়ে যেতে চলেছে।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
00:00
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বাংলার ৭টি লোকসভা কেন্দ্রে ভোট, কড়া নিরাপত্তায় মোড়া প্রতিটি DCRC
06:25
Video thumbnail
Stadium Bulletin | ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব পাননি গৌতম গম্ভীর
11:54:56
Video thumbnail
Abhijit Ganguly | মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
11:54:56
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | সৌগত রায়ের প্রচারে চন্দ্রিমা, সারলেন 'ডোর টু ডোর' প্রচার
02:14
Video thumbnail
Panihati News | পানিহাটিতে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস, দলিল নকল করে জমি বিক্রির অভিযোগ
03:15
Video thumbnail
Kakdwip News | ফের শাসক দলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, জমি দখল করে টোটো স্ট্যান্ড করার চেষ্টা
02:27
Video thumbnail
Lok Sabha elections 2024 | আজ বঙ্গে ভোটের প্রচারে মোদির জনসভা ৩ কেন্দ্রে
05:21
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | জয়গাঁর খোকলাবস্তিতে জলকষ্ট, পাইপ বসানোর পরেও নেই জল সরবরাহ
02:15
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:40