HomeScroll২৪ শে ১৯ থেকে বেশি মার্জিনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী দেব
Lok Sabha Election 2024

২৪ শে ১৯ থেকে বেশি মার্জিনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী দেব

কর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে চা চক্রে ঘাটালের তৃণমূল প্রার্থী

Follow Us :

দাসপুর: প্রচারে নেমে দেব যেন আমরা আপনার ঘরের ছেলে। বাজারে চায়ের দোকানে বসে চায়ে বিস্কুট ডুবিয়ে চা খাচ্ছেন অভিনেতা দেব (Dev)! এ কোনও সিনেমার দৃশ্য নই,নির্বাচনী প্রচারের ফাঁকে মন্দিরে পুজো দিয়ে দাসপুরের রানিচক বাজারে দলীয় নেতা কর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে চা চক্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (TMC Candidate Dev)। বৃহস্পতিবার বিকেল থেকে ঘাটাল লোকসভা (Ghatal Lok Sabha) কেন্দ্রের দাসপুরে জনসভা থেকে রোড শো তারপর মন্দিরে পুজো দিয়ে চায়ের দোকানে ভিন্ন মুডে দেখা গেল দেবকে। হালকা মেজাজে ধরা দিলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী ঘাটালের দু বারের তারকা সাংসদ।

এদিন প্রচারের ফাঁকে রানিচকের শিব শীতলা মন্দিরে পুজো দেন দেব। আর তারপরই দলীয় কর্মীদের অনুরোধে সোজা চলে যান চায়ের দোকানে। রানিচক বাজারের এক দোকানে সকলের সঙ্গে চা চক্র সারেন। একেবারে আমজনতার মতোই চায়ে বিস্কুট ডুবিয়ে উপভোগ করতে দেখা যায় দেবকে। চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024 ) ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী ঘাটালের দু বারের তারকা সাংসদ। চা চক্রেই দেবের মন্তব্য, এবারের মানুষের উৎসাহ অনেক বেশি,২০১৯ এর নির্বাচনে যে মার্জিন ছিল আমাদের,গত একসপ্তাহ দশ দিন প্রচার করে আমরা যা বুঝছি এবারের নির্বাচনে সেই মার্জিনকে ছাপিয়ে যাবে এমনটাই আত্মবিশ্বাসী দেব।

আরও পড়ুন: রাজ্যের মুখ্যসচিবকে নোটিশ জারি কলকাতা হাইকোর্টের

দলীয় নেতা কর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে চায়ে চুমুক দিতে দেখ যায় দেবকে। চায়ের দোকানেও দেবকে ঘিরে উৎসুক জনতার ভিড় উপচে পড়ে।বাইরে জনতা আর দোকানের ভিতরে দেব। কিছুক্ষণ চায়ের দোকানে চায়ে চুমুক দেওয়ার পর বেরিয়ে যান তিনি।দোকানে দেবের আগমন এবং তার হাতে তৈরি চা খাওয়ায় বেজায় খুশি চায়ের দোকানি লালু অধিকারী। তিনি বলেন,”দেব তার দোকানে এসে চা খেয়ে ভালো বলেছে এবং ধন্যবাদও জানিয়েছেন,খুবই ভালো লাগছে।”

যদিও চায়ের দোকানে বসে চা খাওয়া আর ছবি তোলার ঘোর বিরোধী দেব তা তিনি স্পষ্ট জানিয়ে গেলেন।দেব জানান,”সত্যি কথা বলতে গেলে আমি এই বসে খাওয়া চা খাওয়া ছবি তোলাতে বিশ্বাসী নই,এটা খুব লোক দেখানো বলে আমার মনে হয়।কিন্তু আমার বিরোধ থাকলেও কিছু করার নেই আমার দলের কর্মীরা চাইছে যে আমরা চা খায়। প্রসঙ্গত,বিগত নির্বাচনী প্রচারগুলিতে দেবকে সাধারণত জনসভা,পদযাত্রা বা রোড শো করতে দেখা গিয়েছে।কিন্তু কর্মীর বাড়িতে বসে খাওয়া বা চায়ের দোকানে বসে চা চক্রের মতো প্রচার কর্মসূচীতে দেখা যেতনা দেবকে। এই প্রথম নির্বাচনী প্রচারে এসে ভিন্ন মুডে দেখা গেল দেবকে এমনই মনে করছেন অনেকে।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular