Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভোটের আগে দলবদল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, মন্তব্য দেবের
Lok Sabha Election 2024

ভোটের আগে দলবদল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, মন্তব্য দেবের

আজকের রাজনীতি হচ্ছে মন্দির,ধর্ম নিয়ে, এই নির্বাচনটা কিসের প্রশ্ন তৃণমূল প্রার্থীর

Follow Us :

দাসপুর: দাসপুরে ভোট প্রচারে তৃণমূল অভিনেতা প্রার্থী দেব (Trinamool Candidate Dev)। প্রচার মঞ্চ থেকে দলবদলুদের নিয়ে প্রথম মুখ খুললেন দেব। দলবদল নিয়ে কটাক্ষের সুর দেবের গলায়। পাশাপাশি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে তা থেকে দূরে থাকার বার্তা সাধারণ মানুষকে দেবের। তিনি বললেন, এক দল থেকে অন্য দলে যাওয়া ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী প্রচারে গিয়ে এও জানালেন কেন তিনি অন্য কোনও কেন্দ্র নয়, ঘাটাল থেকেই দাঁড়াতে চেয়েছিলেন। দেব বলেন, কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে।আমি টাকা ইনকাম করতে আসিনি মানুষের জন্য রাজনীতিতে এসেছি। দিদি আমাকে কথা দিয়েছে এবারে মাস্টার প্ল্যান হবেই। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে দাসপুরে এমনই মন্তব্য করলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। দলবদলুদের কটাক্ষ করেন ঘাটালের তৃণমূল প্রার্থী।

ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর এক নম্বর ব্লকের সরবেড়িয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারে (Election Campaign) ঘাটাল লোকসভা (Ghatal Lok Sabha) কেন্দ্রের তৃণমূলের অভিনেতা প্রার্থী দেব। দাসপুরের দেবকুল ভুবনেশ্বর শিব মন্দিরে পূজো দিলেন তৃণমূল প্রার্থী দেব,দেবকে দেখতে মন্দির চত্বরে ভিড় উৎসুক জনতার ছিল নজরকাড়া। সেখান থেকে চলে যান দাসপুরের ধানখাল এলাকায়। দাসপুরের ধানখাল এলাকায় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে দলবদলুদের কটাক্ষ করেন ঘাটালের তৃণমূল প্রার্থী। দেব বলেন, কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আমি টাকা ইনকাম করতে আসিনি মানুষের জন্য রাজনীতিতে এসেছি। দিদি আমাকে কথা দিয়েছে এবারে মাস্টার প্ল্যান হবেই। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে দাসপুরে এমনই মন্তব্য করলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। এরপর আপনারা সবাই দেখছেন এখন একটা নিয়ম হয়ে দিয়েছে নির্বাচনের আগে এই দল থেকে চারটে লোক ওই দলে যাচ্ছে কেউ আবার ওই দল থেকে এই দলে আসছে। কেউ টিকিট পাওয়ার জন্য,কেউ পাওয়ারের জন্য,কেউ সিকিউরিটির জন্য,কেউ ক্রিমিনাল কেশকে আটকানোর জন্য দলবদল করে চলেছেন। কিন্তু আমি যখন রাজনীতি ছেড়ে আবার রাজনীতিতে ফিরলাম। আমি দিদিকে বলেছিলাম টিকিট চাই না। আমি দলের কর্মী হিসেবে কাজ করে নেব,দিদি বলল তোমার কি অসুবিধা হচ্ছে?ঘাটাল ছাড়া অন্য কোন সিট থেকে নির্বাচনে দাঁড়াতে পার। কিন্তু আমি দিদিকে একটাই কথা বললাম আমি যদি আবার দাঁড়াই তাহলে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবো, অন্য কোথাও থেকে দাঁড়াবো না। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্র আমাকে গত ১০ বছরে যা দিয়েছে সেটা আমি এ জন্মে নয় পরের জন্মেও মনে রাখবো। যেটা বলছিলাম লোকে এটা চাই ওটা চাই নির্বাচনে ফেরত আসার জন্য কিন্তু আমি শুধু ঘাটাল মাস্টার প্ল্যানটা চেয়েছিলাম কারণ ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই ঘাটাল মাস্টার প্ল্যান।

আরও পড়ুন: জিভ টেনে ছিঁড়ে দিতাম, ভোট বলে কিছু বলছি না, মন্তব্য মমতার

ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে জোতমুড়ি এলাকায় বিজেপিকে আক্রমণ শানিয়ে বললেন তৃণমূল প্রার্থী দেবের। দেব বলেন, আজকের রাজনীতি হচ্ছে মন্দির নিয়ে,ধর্ম নিয়ে,কে মাছ খাচ্ছে?কে মাছ খাচ্ছে না সেটা নিয়ে,আমি বুঝে উঠতে পারছি না এই নির্বাচনটা কিসের নির্বাচন?এই নির্বাচন জেতার পর কেউ কি কতগুলি মন্দির তৈরি করবে? কতগুলি মসজিদ তৈরি করবে?এটা কি সেই নির্বাচন?এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলি স্কুল করবে,কে কতগুলি হসপিটাল করবে, রাস্তা করবে মানুষকে ভালো রাখবে সে হিন্দু হোক,মুসলিম হোক বা শিখ হোক। যে মানুষকে বাঁচিয়ে রাখবে এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন। সে যেই দল হোক না কেন যদি ধর্ম নিয়ে ভোট চাইতে আসে বলবেন ধন্যবাদ না হলে আমরা আরও একশ বছর পিছিয়ে যাব ধর্ম যদি জিতে যায় নির্বাচনে তাহলে মাথায় রাখবেন মনুষ্যত্ব হেরে যাবে,যেই দল যেই সরকার যখনই কিছু করতে পারেনা তখনই ধর্মটাকে এগিয়ে রাখে এইভাবেই নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দেব। রাত পর্যন্ত দাসপুরের একাধিক জায়গায় একের পর এক নির্বাচনী প্রচার সারেন দেব আর প্রতিটি জায়গায় বক্তব্য রাখতে গিয়ে দেবকে অলআউট মুডেই দেখা গেল বলেই মত অনেকের।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular