Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমুকুল রায়কে দিল্লিতে ইডির তলব
Mukul Roy

মুকুল রায়কে দিল্লিতে ইডির তলব

মুকুলের ছেলে জানান, বাবা কিছুই মনে রাখতে পারেন না

Follow Us :

নয়াদিল্লি: তৃণমূল নেতা মুকুল রায়কে (Mukul Roy) অ্যালকেমিস্ট মামলায় দিল্লিতে (Delhi) ডেকে পাঠাল ইডি (ED)। এই মামলায় প্রায় ১৯০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ। কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে দিল্লিতে তলব করা হয়েছে। এই প্রসঙ্গে মুকুলের ছেলে শুভ্রাংশু সংবাদমাধ্যমকে বলেন, বাবার শাররীরিক অবস্থা ভালো নয়। তিনি কিছু মনে রাখতে পারেন না। তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। ইডি আধিকারিকরা যদি বাড়ি এসে জিজ্ঞাসা করতে চান তাহলে সহযোগিতা করা হবে।

মুকুল রায়কে একসময় তৃণমূলের নম্বর টু বলা হত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বক্ষণের ছায়াসঙ্গী ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন ইউপিএ আমলে। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল বিরোধিতা শুরু করেন। পরে কৃষ্ণনগর উত্তরে বিজেপির টিকিটে জয়ী হন তিনি গত বিধানসভায়। কিন্তু তাল কাটে তারপরে। আচমকা তিনি তৃণমূলে প্রত্যাবর্তন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফেরেন তিনি। তারপর থেকে তাঁকে আর সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি। তারই মধ্যে সংবাদমাধ্যমে একাধিকবার অসংলগ্ন কথা বলেন। জানা যায়, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। তিনি কিছু মনে রাখতে পারেন না। এরই মধ্যে একবার দিল্লি উড়ে যান। বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু তিনি বিশেষ কল্কে পাননি। তারপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এবার ইডি ডাকায় ফের খবরের শিরোনামে মুকুল। তবে এই বিষয়ে মুকুলের বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুন: সরবেড়িয়ায় বাস আটকে দিল পুলিশ, রাস্তায় বসে বিক্ষোভ শুভেন্দুদের

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular